0
সে আমাকে ভালবাসত
সে আমার কাছে আসত
সে আমার গান গাইত
সে আমায় দেখে হাসত।
শুধু যে তাকে মনে পড়ে। তাকে মনে পড়লে কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে হয়।
সে ছিল এক অনিন্দিতা পাখি, আমি সারাক্ষণ তার দিকে চেয়ে থাকতাম। চেয়ে চেয়ে কি যেন বলতাম। আজ সে আমার নয় আজ আমি কাকে বলব?
সে যদি মঙ্গলে থাকে মঙ্গলে থাক্, সে যদি নেপচুনে থাকে নেপচুনে থাক্; শুধু যে তার মঙ্গল চাই। তাকে ছাড়া একটি দিনও ভাল লাগেনা – সে কথা কাকে জানাই?
সে যদি রূপকাঠি শহর হত আমি দেখতে যেতাম
সে যদি নয়নাভিরাম বিল হত আমি দেখতে যেতাম।
সে কিছু নয়, আমি কি করব?
সে যেখানেই থাক সুখে থাক – এ আমার একান্ত চাওয়া।

0