স্বার্থের নগরীতে সবাই

play icon Listen to this article
1

বিপ্লবে অগ্নি,জ্বলে আর নিভে,বক্ষে
সমাজের নিয়ম,এমন হয়ে গেছে
সত্য কথা বললে,নেই আর রক্ষে
চেতনার চারা গাছ, শুকিয়ে গেছে
বহুদিন,বহু কাল হবে,
মানুষের স্বাধীনতা হরন হয়ে গেছে
ফিরে আসবে কবে?
মানুষের অতঙ্ক,বারুদ গুলিকে ঘিরে
আশার রবি,এখনো ওঠেনি পূবে,
জালিমের করাঘাতে,ঝরে কত প্রাণ
জুলুমের রবি,কখন জানি ডুবে?
ঐক্য,শান্তি,শৃঙ্খলা,কোথাও নেই
নিঃস্তব্ধ চারদিক,তেলবাজের হাসি
কেনো এমন হয়ে গেছি আমরা?
যেনো জালিম’কেই ভালোবাসি!
বিশ্বাস,ত্যাগ,কার জন্য করবো
স্বার্থের নগরীতে সবাই,
সত্যের মুখোমুখি,আজ কেউ নেই
অমানুষ হয়ে গেছে সবাই!
বিপ্লবের অগ্নি,নিভতে বসেছে আমার।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

Author: মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানায় বৃন্দাগড় গ্রামে ১৯৯৫ সালে নানার বাড়িতে জন্মগ্রহণ করি,দুই ভাই ও দুই বোনের মধ্যে আমি সবার বড়, ২০১১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাস করি ও ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা করি,বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কবিতা লেখা আমার নেশা ও পেশা বলতেই পারেন। বর্তমানে আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক বাড়িতে জীবন যাপন করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

One Reply to “স্বার্থের নগরীতে সবাই”

Leave a Reply