1
বিপ্লবে অগ্নি,জ্বলে আর নিভে,বক্ষে
সমাজের নিয়ম,এমন হয়ে গেছে
সত্য কথা বললে,নেই আর রক্ষে
চেতনার চারা গাছ, শুকিয়ে গেছে
বহুদিন,বহু কাল হবে,
মানুষের স্বাধীনতা হরন হয়ে গেছে
ফিরে আসবে কবে?
মানুষের অতঙ্ক,বারুদ গুলিকে ঘিরে
আশার রবি,এখনো ওঠেনি পূবে,
জালিমের করাঘাতে,ঝরে কত প্রাণ
জুলুমের রবি,কখন জানি ডুবে?
ঐক্য,শান্তি,শৃঙ্খলা,কোথাও নেই
নিঃস্তব্ধ চারদিক,তেলবাজের হাসি
কেনো এমন হয়ে গেছি আমরা?
যেনো জালিম’কেই ভালোবাসি!
বিশ্বাস,ত্যাগ,কার জন্য করবো
স্বার্থের নগরীতে সবাই,
সত্যের মুখোমুখি,আজ কেউ নেই
অমানুষ হয়ে গেছে সবাই!
বিপ্লবের অগ্নি,নিভতে বসেছে আমার।
আরো পড়ুন-
- বাংলাদেশী চ্যানেলের জন্য সেরা ইউটিউব MCN
- রামমোহন রায় জীবনী
- প্রোটিন জাতীয় ঔষধ
- মার্শাল আর্ট এর উপকারিতা
- চুলের জন্য মেথির উপকারিতা
1
ধন্যবাদ