লেখক ডট মি এর নতুন লেখা

স্মৃতির খাতা

0

পড়ে নিও লেখা গুলো মোর
যখন যাবো চলে দূর বহুদূর
যেও না তখনও আমায় ভুলে,
খাতাটি রেখো না শুধু ফেলে।

সকালে কিংবা সাঁঝে
সবুজ পাতার ভাঁজে,
জমানো মমতা গুলো নিও তুলে,
সবুজে ভালবাসা দিয়েছি ঢেলে।

দেখবে যখনই নীল আকাশ
তোমায় সে করবে প্রকাশ,
কিছু অনুভূতি রেখেছি মেখে,
কেঁদো না কখনো আকাশ দেখে!

আষাঢ় গগনে ঘনিয়ে মেঘ
নামে যদি বৃষ্টি অনেক।
থেকো না চেয়ে কদম ফুলে,
কে দেবে সে ফুলটি তুলে!

বইবে যখন মৃদু বাতাস
পাও যদি কামিনীর সুবাস,
তুলে নিও ফুল আপন নিরিখে
স্মৃতি গুলো যাব শুধু রেখে।

কখনও করুণ সুরে ভায়োলিন
যদি মুখটি তোমার করে মলিন,
যেও না তখনও আমায় ভুলে
খাতাটি রেখো না শুধু ফেলে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ইউসুফ জামিল

Author: ইউসুফ জামিল

Yousof Jamil (in bengali: ইউসুফ জামিল) is a Bangladeshi Poet , Author and Blogger who born and raised in Gazipur, Bangladesh. Yousof Jamil is best known for his poetry. His books available on Amazon, Google books etc platforms.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

One Reply to “স্মৃতির খাতা”

Leave a Reply