পাবে কৃতকর্মের লেশ

0

হে প্রশান্ত —-আত্মা রবের
দিকে ফিরে যাও,
সন্তোষ প্রকাশ করো রবের
নিয়ামত যা পাও।

মানুষ যখন নিয়ামত বেশ
পরিপূর্ণ পায়,
তখন মানুষ —রবের জন্য
খুশি হয়ে যায়।

তখন শোকর আদায় করে
এবং সন্তুষ্ট হয়,
আবার যখন –ছিনিয়ে নেয়
সে সন্তুষ্টি নয়।

মানুষ কে’ রব এভাবেই যে
যাচাই করে নেন,
এমন ভাবে —আরশ থেকে
বিলিয়ে সব দেন।

অভাবগ্রস্ত —এতিম জনের
যিনি করেন হেয়,
রব যে তাকে —–কৃতকর্মের
তার’ই প্রাপ্য দেয়।

অভাবগ্ৰস্তের পাশে যায় না
ফিরিয়ে নেয় মুখ,
তখন সেই মানুষ গুলো পায়
রবের থেকে দুখ।

আর ওয়ারিশ সম্পদ থেকে
যে বঞ্চিত হয়,
সম্পদ ভীষণ ভালো -বাসো
যদি করতে ভয়!

প্রচন্ড জোরে কম্পন হবেই
তখন হবে শেষ,
সবার সামনে —ফুটে উঠবে
কৃতকর্মের লেশ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস ----------------------------------------------------

ইসলামিক বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি 

ইসলাম‌িক  বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি --------------------------------------------------------------- পা‌কিস্তান , সৌ‌দি আর‌ব ও ইন্দো‌নে‌শিয়ার মত মুস‌লিম সংখ্যাগ‌রিষ্ঠ দে‌শে

কায়িক শ্রমিক

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে --ঘাম ঝরিয়ে টাকা কামাই

প্রবাসীরা সোনার ছেলে

প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি।

One Reply to “পাবে কৃতকর্মের লেশ”

Leave a Reply