0
স্বর্গের অপ্সরী নেমে এল ভবে
আমি যে দিশেহারা হয়ে গেছি তবে
পাখিরা মেতেছে তাই কলরবে।
ধরনীতে ফুটেছে এ কোন গোলাপ
চারিদিকে চলছে প্রেম আলাপ।
একা একা তার সাথে হয় কথা বলা
স্বপ্নের মাঝে চলে লেন-দেন খেলা।
শনশন ভনভন এ কোন আওয়াজ
চারিদিকে কিসের ঢোল বাজছে আজ।
মৌমাছি ছেড়ে সকল কাজ
উদ্দাম নৃত্যে হয়েছে নিলাজ।
যদি তিনি আনমনে একবার হাসেন
চাঁদ-তারা করে যে তার প্রেমে ধ্যান।
যদি তিনি কভু আকাশ পানে চান
আকাশ হয়ে যায় নীল আসমান।
যদি আমি এ জগতে তাকে নাহি পাব
পরজগতে গিয়ে বাসর সাজাব।
সেই দিন হবে মোর বড় মধুর দিন
যেদিনের জন্য অপেক্ষা করে চাতকী, হরিণ।
0