চমকপ্রদ তথ্য

পরোক্ষ উপাত্ত কাকে বলে?

উপাত্ত বলতে আমরা বুঝি কোনো পরিসংখ্যান বা গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল। উপাত্ত যেকোনো একটি উৎসকে কেন্দ্র করে বের করা হয়।

যখন একটি নির্দিষ্ট উৎস থেকে আমরা উপাত্ত পাই তাকে বলে প্রত্যক্ষ উপাত্ত। কিন্তু অনেক সময় উৎস থেকে কাঙ্খিত উপাত্ত পাওয়া যায় না। যার কারণে আমাদের উৎসের বাহিরে বিভিন্ন সংস্থা কিংবা ব্যক্তির কাছে উপাত্ত সংগ্রহ করতে হয় এরূপ উপাত্তকে বলা হয় পরোক্ষ উপাত্ত।

শব্দের অর্থ জানুন

পরোক্ষ উপাত্ত

যখন কোনো উৎস হতে সরাসরি উপাত্ত সংগ্রহ করা যায় না, উৎসের বাহিরে থেকে উপাত্ত সংগ্রহ করতে হয় এবং নির্ভর থাকতে হয় তখন সেই উপাত্তকে পরোক্ষ উপাত্ত বলে। পরোক্ষ উপাত্ত মাধ্যমিক উপাত্তও বলা হয়।

কিছু পরোক্ষ উপাত্তের উদাহরণ দেখা যাক। আমরা অনেক সময় বলি, বাবুল অংকে কাঁচা। এটা কিন্তু কোনো সরাসরি উৎস থেকে প্রাপ্ত উপাত্ত নয়। বরং বাবুলের সহপাঠী কিংবা শিক্ষক বাবুলের পারফরম্যান্স অনুযায়ী এই তথ্যটি জানিয়েছেন।

এখানে তারা বাবুলের অংক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার বিবেচনা না করেই একটি তত্ত্ব উপাত্ত জানিয়েছেন। যা সরাসরি বাবুলের ফলাফলের উপর ভিত্তি করে নয়। তাই এটি একটি পরোক্ষ উপাত্ত।

 

আরো পড়ুন–