অনবসিত উচ্ছাস

1

রাফাত আহমেদ


অসমাপ্ত এক বইয়ের গল্প,
লেখকের লেখার গল্প আজ বলবো।
বইয়ের নামে সরলতা আছে,
আবার কঠিন বাস্তবতাও আছে।
লেখক এই বই লেখা শুরু করে,
দশ মাস দশ দিন প্রস্তুতি নিয়ে।
একদিন লেখা শুরু করে,
প্রভাতে নয়তো কোনো এক গোধূলি লগ্নে।
বইয়ের বিষয় তেমন গভীর না,
তবে ব্ল্যাকহোলের মতো গভীর না বললে ভুল হবে।
কাঁচা হাতে লিখতে শুরু করে তো,
এক সময় পাকাপোক্ত হয়ে যায়।
বইটির ধরনঃছোটগল্প,
তবে উপন্যাসের মতো বিস্তর।
বইটির বিষয়ঃসংগ্রাম,ত্যাগ।
লেখক অত্যন্ত আঁট ভাষায় লিখছেন,
মাঝে মাঝে ভুলও করছেন।
লেখকের মন ও ভেঙ্গে যাচ্ছে,
আবার লেখক,খ্যাতির জন্য মনটাকে গড়ছে।
এইতো এই ভাবে লেখা চলমান……
সকাল শুরু হয় লেখকের নিত্য চিন্তা নিয়ে,
লিখবে সে..।
লেখককে ইতিমধ্যে দারিদ্র্যতা গ্রাস করে,
কিন্তু লেখক লিখতেই থাকে,
আরো লিখবে লিখেই যাবে।
কিন্তু হঠাৎ একদিন
চাঞ্চল্যকর এক অধ্যায়ে এসে,
লেখা বন্ধ হয়ে যায়……।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Rafat Ahmed

Author: Rafat Ahmed

একজন মানুষ হতে চাই

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

One Reply to “অনবসিত উচ্ছাস”

Leave a Reply