রাফাত আহমেদ
অসমাপ্ত এক বইয়ের গল্প,
লেখকের লেখার গল্প আজ বলবো।
বইয়ের নামে সরলতা আছে,
আবার কঠিন বাস্তবতাও আছে।
লেখক এই বই লেখা শুরু করে,
দশ মাস দশ দিন প্রস্তুতি নিয়ে।
একদিন লেখা শুরু করে,
প্রভাতে নয়তো কোনো এক গোধূলি লগ্নে।
বইয়ের বিষয় তেমন গভীর না,
তবে ব্ল্যাকহোলের মতো গভীর না বললে ভুল হবে।
কাঁচা হাতে লিখতে শুরু করে তো,
এক সময় পাকাপোক্ত হয়ে যায়।
বইটির ধরনঃছোটগল্প,
তবে উপন্যাসের মতো বিস্তর।
বইটির বিষয়ঃসংগ্রাম,ত্যাগ।
লেখক অত্যন্ত আঁট ভাষায় লিখছেন,
মাঝে মাঝে ভুলও করছেন।
লেখকের মন ও ভেঙ্গে যাচ্ছে,
আবার লেখক,খ্যাতির জন্য মনটাকে গড়ছে।
এইতো এই ভাবে লেখা চলমান……
সকাল শুরু হয় লেখকের নিত্য চিন্তা নিয়ে,
লিখবে সে..।
লেখককে ইতিমধ্যে দারিদ্র্যতা গ্রাস করে,
কিন্তু লেখক লিখতেই থাকে,
আরো লিখবে লিখেই যাবে।
কিন্তু হঠাৎ একদিন
চাঞ্চল্যকর এক অধ্যায়ে এসে,
লেখা বন্ধ হয়ে যায়……।
আরো পড়ুন-

বাহ অসাধারণ