1
আগন্তুক
মোঃ রুহুল আমিন
তারিখ-০৩-০৯-২১
================
মিথ্যা রঙিন মায়ার জগৎ
ভুলতে নাহি পারি,
হাজার বছর বাঁচার স্বপ্নে
করছি নতুন বাড়ি।
মায়ার জগৎ বেঁচে থাকার
কতোই ফন্দি আঁকি,
আসল ঘরের লাভে সদা
রইলো সবি….বাকি।
আসুন শপথ করি, থাকলে
বেঁচে ধরার… বুকে,
সবার আগে থাকবো পাশে
আছেন যারা দুখে।
অন্যায় জুলুম রুখে দাঁড়াও
মনের দুয়ার খুলে,
সহমর্মিতায় গড়বো জীবন
হিংসা বিদ্বেষ ভুলে।
মানব তুমি যে আগন্তুক
সংঘাত কেনো করো?
কালের যাত্রায় বেঁচে থাকলে
সুন্দর জীবন….গড়ো।
কালের সময় যাচ্ছে চলে
কতোই তড়িঘড়ি,
হিসাব পাওনা মিটাই তবে
নিজের শুদ্ধ করি।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার অপরিহার্য নিয়ম
- অনলাইনে বই কেনার ওয়েবসাইট
- ডোমেইন নেম এ www থাকে কেন?
- কোন পত্রিকা সবচেয়ে ভালো?
- আল্লাহর ৯৯ নামের অর্থ
1