কবিতা (মা)

1

“মা”

উদর হতে খাদ্যের দানা বাহির হয়ে

জানান দিয়েছে

আসতে চলেছে নতুন ভবিষ্যৎ

তার অপেক্ষায় প্রহর

গুনছে মাতৃত্ব

বানাবে তার সন্তানকে সৎ।।

 

তার অপেক্ষায়

চক্কর কাটে মস্তিষ্ক

তার অপেক্ষায়

মায়ের কলিজার পানি

হয়ে গেছে শুষ্ক।।

 

তার অপেক্ষায়

ঘর ভরে উঠেছে খেলনায়

তার অপেক্ষায়

মা তার নিজের শরীরের দিকে

নজর দেয় নাই।।

 

নয় মাসের এই অপেক্ষা

শীঘ্রই হবে শেষ

দিতে হবে মাকে

এক যন্ত্রণাময় পরীক্ষা

মাতৃগর্ভ থেকে মুক্ত হয়ে

জীবনে হাসবে খেলবে সে বেশ।।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

নাজাত পাবে সবে

নাজাত পাবে সবে মোঃ রুহুল আমিন আরব দেশে মুরুর বুকে এলো নূরের নবী, সেই খুশিতে ঝলমলে রয় সারা জাহান সবি।

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার দক্ষিণ গদাইপুর গ্ৰামে ২২ অক্টোবর ১৯৮৭ ইংরেজি

One Reply to “কবিতা (মা)”

Leave a Reply