কবিতা (মা)

play icon Listen to this article
1

“মা”

উদর হতে খাদ্যের দানা বাহির হয়ে

জানান দিয়েছে

আসতে চলেছে নতুন ভবিষ্যৎ

তার অপেক্ষায় প্রহর

গুনছে মাতৃত্ব

বানাবে তার সন্তানকে সৎ।।

 

তার অপেক্ষায়

চক্কর কাটে মস্তিষ্ক

তার অপেক্ষায়

মায়ের কলিজার পানি

হয়ে গেছে শুষ্ক।।

 

তার অপেক্ষায়

ঘর ভরে উঠেছে খেলনায়

তার অপেক্ষায়

মা তার নিজের শরীরের দিকে

নজর দেয় নাই।।

 

নয় মাসের এই অপেক্ষা

শীঘ্রই হবে শেষ

দিতে হবে মাকে

এক যন্ত্রণাময় পরীক্ষা

মাতৃগর্ভ থেকে মুক্ত হয়ে

জীবনে হাসবে খেলবে সে বেশ।।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

One Reply to “কবিতা (মা)”

Leave a Reply