কবিতা (মা)

1

“মা”

উদর হতে খাদ্যের দানা বাহির হয়ে

জানান দিয়েছে

আসতে চলেছে নতুন ভবিষ্যৎ

তার অপেক্ষায় প্রহর

গুনছে মাতৃত্ব

বানাবে তার সন্তানকে সৎ।।

 

তার অপেক্ষায়

চক্কর কাটে মস্তিষ্ক

তার অপেক্ষায়

মায়ের কলিজার পানি

হয়ে গেছে শুষ্ক।।

 

তার অপেক্ষায়

ঘর ভরে উঠেছে খেলনায়

তার অপেক্ষায়

মা তার নিজের শরীরের দিকে

নজর দেয় নাই।।

 

নয় মাসের এই অপেক্ষা

শীঘ্রই হবে শেষ

দিতে হবে মাকে

এক যন্ত্রণাময় পরীক্ষা

মাতৃগর্ভ থেকে মুক্ত হয়ে

জীবনে হাসবে খেলবে সে বেশ।।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

One Reply to “কবিতা (মা)”

Leave a Reply