কবিতা ( হাসি)

play icon Listen to this article
0

হাসি

“হাসি”

রোদের তিব্রতা থেকেও ভয়ংকর

তোমার হৃদয়স্পর্শিত হাসিটি

মা গো বলনা

কি রয়েছে তোমার হাসিতে

যা দেখলে আর মন চায় না কাদিঁতে

যার ঝংকার শুনলে ইচ্ছে করে

ডুবে যায় সুখের মহাসাগরে।

মা গো

তোমার হাসি সৃষ্টি সেরা সৌন্দর্য

থেকেও সুন্দর।

তোমার ওই হাসির জন্য

করতে পারি হাজার দ্বন্দ

তোমার ওই হাসিতে র‍য়েছে

এক মনোমুগ্ধকর ছন্দ।।

মা গো

ভালোবাসি তোমার হাসিকে

যা সুর তুলেছে রাখালেরও বাশিঁতে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

বাবা- ৭ (বিবিধ কবিতা)

বাবার কথা ফেলতে নেই, বাবার কথা ফেললে অমঙ্গল হয়।আজ আমি বাবার একটি কথা ফেললাম, আজ আমার জীবনে অন্ধকার নেমে এসেছে।বাবা

ফুল – ৮

এই যে দেখ ফুল সে হাসছে আর হাসছে। হাসছে আর বলছে, "তুমি কবে আমার হবে, তুমি কবে আমার হবে?"  আসলে

Leave a Reply