0
হাসি
“হাসি”
রোদের তিব্রতা থেকেও ভয়ংকর
তোমার হৃদয়স্পর্শিত হাসিটি
মা গো বলনা
কি রয়েছে তোমার হাসিতে
যা দেখলে আর মন চায় না কাদিঁতে
যার ঝংকার শুনলে ইচ্ছে করে
ডুবে যায় সুখের মহাসাগরে।
মা গো
তোমার হাসি সৃষ্টি সেরা সৌন্দর্য
থেকেও সুন্দর।
তোমার ওই হাসির জন্য
করতে পারি হাজার দ্বন্দ
তোমার ওই হাসিতে রয়েছে
এক মনোমুগ্ধকর ছন্দ।।
মা গো
ভালোবাসি তোমার হাসিকে
যা সুর তুলেছে রাখালেরও বাশিঁতে।
আরো পড়ুন-

0