0
নাঈম হোসাইন
ধুলো মাখা ডায়েরিটাতে থাক না কিছু কথা,
দুনিয়ার কাছে থাক তা অদেখা।
না বলাই থাক ও কথা,
রেখেছি যা খুব যতনে মন গহীনে।
সে গোপনেই সুন্দর,
থাক সে গোপনে আদরে নিরবে।
জানিনা তোমায় পাব কি না হায়!
তবুও তুমিই রবে এ মন জুড়ে সযতনে খুব গোপনে।
তোমার জন্যে বেঁচে থাক ভালোবাসা,
এ মনে চিরদিন যদিও স্মৃতি হয় বিলীন।

0