গোপন

0
নাঈম হোসাইন
ধুলো মাখা ডায়েরিটাতে থাক না কিছু কথা,
দুনিয়ার কাছে থাক তা অদেখা।
না বলাই থাক ও কথা,
রেখেছি যা খুব যতনে মন গহীনে।
সে গোপনেই সুন্দর,
থাক সে গোপনে আদরে নিরবে।
জানিনা তোমায় পাব কি না হায়!
তবুও তুমিই রবে এ মন জুড়ে সযতনে খুব গোপনে।
তোমার জন্যে বেঁচে থাক ভালোবাসা,
এ মনে চিরদিন যদিও স্মৃতি হয় বিলীন।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Nayeem Hossain

Author: Nayeem Hossain

যেহেতু লেখালেখি করি ,সেহেতু পরিচয়ের বিবরণ লেখক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রক্তেমোড়া লাশ

আবু সাঈদ জুলাই মাসের বিপ্লবী ওই বীর, স্বৈরাচারকে রুখতে সবাই উচ্চে রাখে শির। জুলাইয়ের ওই প্রথম প্রহর ছিলো রক্তে লাল,

তুমি এসো

তুমি এসো, ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে… দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া, ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।   তুমি

বর্ষার খুশি

বর্ষা এলে সুবাস ছড়ায় কদম কেয়া গন্ধ, কবিরা তাই কাব্য সাজায় লিখে দারুণ ছন্দ। আষাঢ় এলো বর্ষা নিয়ে কদম কেয়া

স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা, স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক, অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন, জল হয়ে

Leave a Reply