টিপস-কীভাবে বুঝব যে ও কি নকল বন্ধু নাকি আসল বন্ধু

play icon Listen to this article
0

আমাদের আশপাশে এমন অনেক কিছু লোক রয়েছে মুখোশ পড়া যা আমরা বুঝতে পারিনা।যার কারণে আমাদের অনেক ক্ষতি হওয়ার আসংক্ষা থাকে। তাই আমাদের বুঝতে হবে যে কে আসল বন্ধু আর কে নকল বন্ধু।

টা জানা আমাদের উচিৎ। এছাড়াও কথায় আছে যদি ভালো বন্ধুর সাথে মিশি তাহলে ভালো কিছু শিখতে পারব আর খারাপ বন্ধুর সাথে মিশলে খারাপ কিছু মানি সর্বনাশ হবে।

এছাড়াও অনেক সময় আমাদের ক্ষতি ও হতে পারে যা আমরা বুঝতে পারিনা।তাই আমাদের বন্ধু নির্বাচনে সর্তক থাকা উচিৎ।

এখন জানা যাক কীভাবে বুঝতে পারব আমরা ও আমাদের আসল বন্ধু নাকি নকল বন্ধু।

এর জন্য ↓ নিচে কিছু পয়েন্ট দেওয়া হলো যা একজনের মধ্যে থাকলে বুঝতে পারব যে ও কি নকল নাকি আসল বন্ধু।

(১)বডি ল্যানগুয়েজ বা শরীরের অঙ্গ, এর মধ্যে উদাহরণ হিসেবে ধরা যায় হাসি।

কারন কারোর মুখের দিকে খেয়াল করলে লক্ষ্য করা যায় যে হাসি টাকি সত্যি নাকি। তাছাড়া ও অনেকে আবার সামনে হাসে কিন্তু পিছনে বদনাম করে। যার ফলে লোকের সামনে ছোট করে। এসব মানুষের কাছ থেকে দুরে থাকা ভালো।

(২)ট্রিট মাই প্রবলেম বা সমস্যা সমাধানের চেষ্টা করা অথবা উপায় বলে দিবে এবং করবে।

একজন সত্যিকারের বন্ধু সবসময় বিপদে পাশে থাকবে ও সমস্যা সমাধানের চেষ্টা করবে।আর যদি নকল বন্ধু হয় তাহলে সে কখনো সমস্যা সমাধানের চেষ্টা করবে না।

উল্টো বলবে ছেড়ে দে যা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে উঠে। সমস্যা আরও বাড়তে থাকে।

(৩)মেনটেলিটি বা সমালোচনা ও হাসি ঠাট্টা করা।

একজন আসল বন্ধু কখনো সমালোচনা বা হাসি ঠাট্টা করবে না। কারন প্রথমে বলেছি যে আসল বন্ধু কখনো নিজের বন্ধুকে ছোট করতে চাইবে না।

কারণ এতে যতটা ছোট হয় ঠিক ততই নিজের জন্য ক্ষতির দিক হয়ে উঠে।

আর তাছাড়া ও এসব যদি একজনের মধ্যে দেখতে পাই তাহলে বুঝতে হবে যে নকল বন্ধু নাকি আসল বন্ধু।

তাই সবসময় বন্ধু নির্বাচনে সর্তক থাকতে হবে। খারাপ বন্ধু থেকে দুরে থাকা জরুরি।

এতে অনেকটা ক্ষতির দিক থেকে আমরা বেঁচে যাব।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

One Reply to “টিপস-কীভাবে বুঝব যে ও কি নকল বন্ধু নাকি আসল বন্ধু”

Leave a Reply