“টিপস ” পছন্দের মানুষটিকে যেভাবে বন্ধু বানাবো

0

আমরা সবাই চাই যে পছন্দের মানুষের সাথে বন্ধুত্ব করতে।

বেশিরভাগ সময় আমরা যাদের পছন্দ করি সাধারণত তাদের সাথেই আমরা বন্ধুত্ব করে থাকি।আর যাদের পছন্দ করি না তাদের সাথে সহজে আমরা মিশতে চাই না।

আর তাই এখন কিভাবে পছন্দের মানুষটিকে বন্ধু বানানো সম্ভব তা নিয়ে ↓ নিচে দেওয়া হলো।

  1. সামনের জনের প্রতি আমাদের আগ্রহ প্রদর্শন করা। সাধারণত আমরা পছন্দের যে মানুষের সাথে বন্ধুত্ব করব তার প্রতি আমাদের আগ্রহ প্রকাশ করা প্রয়োজন। কারণ যদি আমরা আগ্রহ প্রকাশ না করি তাহলে সহজে বন্ধুত্ব করা সম্ভব হবে না।আর তাই আমাদের উচিৎ সর্বপ্রথম যার সঙ্গে বন্ধুত্ব করব তার প্রতি আমাদের আগ্রহ প্রকাশ করা।
  2. দেখা হলে আগে একটা ☺ হাসি দিন।একজনের সাথে বন্ধুত্ব করতে ☺ হাসির কোন বিকল্প হয় না। একটি হাসির ফলে সামনের জনের মন ভালো হয়ে যায়। কারণ বেশিরভাগ সময় মন খারাপ থাকে আর তখন যদি সে কারও ☺ হাসি মুখ দেখে তখন সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়ে যায়। আর এতে সে সহজে বন্ধুত্ব করে। আর তাই দেখা হলে সর্বপ্রথম একটি হাসি দিতে হবে।
  3. নামটি অবশ্যই মনে রাখুন ও ডাকুন। আমরা সবসময় কারও সঙ্গে পরিচিত হই নাম দিয়ে। আর যার সঙ্গে বন্ধুত্ব করব তাকে গুরুত্বপূর্ণ অনুভব করাতে এর কোন বিকল্প নেই। ধরুন আপনি কারও সঙ্গে পরিচয় হলেন এবং পরের দিন যখন তার নাম ধরে ডাকবেন তখন সে অনেক খুশি হবে এবং কথা কিংবা বন্ধুত্ব করতে সাচ্ছন্দ্য ভোগ করবে।আর যদি পরের দিন দেখা হলে বলেন যে আপনার নাম টা যেন কি,তখন সে আর সহজে কথা বলতে চাইবে না।তাই অবশ্যই যার সঙ্গে বন্ধুত্ব করবেন তার নাম মনে রাখুন এবং সেই নাম ধরে ডাকুন।
  4. ভালো শ্রোতার ভূমিকা পালন করুন এবং ভালো শ্রোতা হন।বেশিরভাগ সময় মানুষ শুনা থেকে বলতে পছন্দ করে। আর তাই আমরা যদি তাকে গুরুত্ব না দিয়ে বকবক করতে থাকি তাহলে যার সঙ্গে বন্ধুত্ব করব সে বিরক্ত ভোগ করবে এবং সে আর কথা বলতে চাইবে না।তাই সামনের জন যা বলে টা মন দিয়ে শুনা এবং কথার রিপ্লাই দেওয়া। এতে সে খুশি হবে এবং বন্ধুত্ব করতে চাইবে।তার জন্যই ভালো শ্রোতা হতে হবে।
  5. সামনের জন যা পছন্দ করে তাকে টা প্রাধান্য দিয়ে কথা বলুন।ধরেন আপনার এক বন্ধু আছে সে বই পড়তে অনেক ভালোবাসে।আর সে বন্ধু আপনার সঙ্গে বই পড়া নিয়ে আলোচনা করে এখন যদি আপনি তাকে গুরুত্ব না দিয়ে অন্য কিছু নিয়ে আলোচনা করেন তখন সে আর সহজে আপনার সঙ্গে কথা বলতে চাইবে না।আর যদি আপনি তার সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করেন তখন সে অনেক খুশি হয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে।তাই সামনেের জন যা পছন্দ করে সেটিকে প্রাধান্য দিয়ে কথা বলতে হবে। তাছাড়া ও সামনের জন থেকে যেকোনো বইয়ের সাজেশন নিতে পারেন যার ফলে সামনের জন নিজেকে নিয়ে গুরুত্বপূর্ণ অনুভব করবেন।
  6. গুরুত্বপূর্ণ অনুভব করান এবং মন থেকে প্রশংসা করুন।মানুষ বেশিরভাগ সময় প্রশংসা শুনতে পছন্দ করে। আর যখনই আমাদের কেউ একজন প্রশংসা করেন তখন আমরা খুশি হয়ে তার সঙ্গেই বন্ধুত্ব করে ফেলি।আর তার জন্যই বেশি বেশি মন থেকে প্রশংসা করতে হবে এবং এরফলে সে নিজের থেকেই বন্ধুত্ব করতে চাইবে।

এ টিপস গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে সহজেই বন্ধুত্ব করতে পারব পছন্দের মানুষের সাথে।

এরফলে আমরা সহজেই পরিচয় হতে পারব। তাই আমাদের এ টিপস গুলো মানা প্রয়োজন।

কথায় আছে

“যত বেশি বন্ধু হয় ততবেশি উপকার হয়।”

আর তাই বন্ধুত্ব করতে হবে এমন জনের সঙ্গে যার চরিত্র ভালো।

আর তাছাড়া ও এ টিপস গুলো মেনে সহজেই পছন্দের মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারব আমরা।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

One Reply to ““টিপস ” পছন্দের মানুষটিকে যেভাবে বন্ধু বানাবো”

Leave a Reply