Screenshot 20221018 163810 Gallery

ধোঁয়া উড়ে না

1

অস্থিরতার ফুলদানিগুলো জমা করে বানিয়েছো গোপন রাগের পাহাড়। সে পাহাড়ে ওঠার জমাজাতীর কোনো সম্বল আমার সামর্থ্যে নেই।

সুবর্ণ অফারের খোলা প্রান্তরের টিকেট তুমি পেয়েছো। কিন্তু নাওনি অবনিবনার মানদণ্ড খুঁড়তে খুঁড়তে।

তবু দিনের অতিক্রমে দিন আসে পালক নিয়ে। নবো জাগরণের মোহ নিয়ে পালিত হতে. দলিত হতে, মথিত হতে।

আমরা ভালোবাসায় সমর্পিত হতে জানি না বোলে ভালোবাসার চুরুট পাই ঠিকই। ধোঁয়া তাতে উড়ে না।

মনিরুজ্জামান প্রমউখ।

হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।

পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মনিরুজ্জামান প্রমউখ

Author: মনিরুজ্জামান প্রমউখ

মনিরুজ্জামান প্রমউখ । কবি, বাস্তবতা'র কবি ।।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

One Reply to “ধোঁয়া উড়ে না”

Leave a Reply