Screenshot 20221018 163810 Gallery

ধোঁয়া উড়ে না

1

অস্থিরতার ফুলদানিগুলো জমা করে বানিয়েছো গোপন রাগের পাহাড়। সে পাহাড়ে ওঠার জমাজাতীর কোনো সম্বল আমার সামর্থ্যে নেই।

সুবর্ণ অফারের খোলা প্রান্তরের টিকেট তুমি পেয়েছো। কিন্তু নাওনি অবনিবনার মানদণ্ড খুঁড়তে খুঁড়তে।

তবু দিনের অতিক্রমে দিন আসে পালক নিয়ে। নবো জাগরণের মোহ নিয়ে পালিত হতে. দলিত হতে, মথিত হতে।

আমরা ভালোবাসায় সমর্পিত হতে জানি না বোলে ভালোবাসার চুরুট পাই ঠিকই। ধোঁয়া তাতে উড়ে না।

মনিরুজ্জামান প্রমউখ।

হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।

পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মনিরুজ্জামান প্রমউখ

Author: মনিরুজ্জামান প্রমউখ

মনিরুজ্জামান প্রমউখ । কবি, বাস্তবতা'র কবি ।।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

গল্প সানাম আফছানা খানম অথৈ

গল্প সানাম আফছানা খানম অথৈ ইরাকের বাগদাদ শহরে এক যুবতি মেয়ে ছিল।নাম তার সানাম।সানাম ছোটবেলা থেকে খুব ভালো ছিলো।নামাজি, পর্দানশীন,

One Reply to “ধোঁয়া উড়ে না”

Leave a Reply