Screenshot 20221018 163810 Gallery

ধোঁয়া উড়ে না

play icon Listen to this article
1

অস্থিরতার ফুলদানিগুলো জমা করে বানিয়েছো গোপন রাগের পাহাড়। সে পাহাড়ে ওঠার জমাজাতীর কোনো সম্বল আমার সামর্থ্যে নেই।

সুবর্ণ অফারের খোলা প্রান্তরের টিকেট তুমি পেয়েছো। কিন্তু নাওনি অবনিবনার মানদণ্ড খুঁড়তে খুঁড়তে।

তবু দিনের অতিক্রমে দিন আসে পালক নিয়ে। নবো জাগরণের মোহ নিয়ে পালিত হতে. দলিত হতে, মথিত হতে।

আমরা ভালোবাসায় সমর্পিত হতে জানি না বোলে ভালোবাসার চুরুট পাই ঠিকই। ধোঁয়া তাতে উড়ে না।

মনিরুজ্জামান প্রমউখ।

হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।

পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মনিরুজ্জামান প্রমউখ

Author: মনিরুজ্জামান প্রমউখ

মনিরুজ্জামান প্রমউখ । কবি, বাস্তবতা'র কবি ।।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

One Reply to “ধোঁয়া উড়ে না”

Leave a Reply