1
অস্থিরতার ফুলদানিগুলো জমা করে বানিয়েছো গোপন রাগের পাহাড়। সে পাহাড়ে ওঠার জমাজাতীর কোনো সম্বল আমার সামর্থ্যে নেই।
সুবর্ণ অফারের খোলা প্রান্তরের টিকেট তুমি পেয়েছো। কিন্তু নাওনি অবনিবনার মানদণ্ড খুঁড়তে খুঁড়তে।
তবু দিনের অতিক্রমে দিন আসে পালক নিয়ে। নবো জাগরণের মোহ নিয়ে পালিত হতে. দলিত হতে, মথিত হতে।
আমরা ভালোবাসায় সমর্পিত হতে জানি না বোলে ভালোবাসার চুরুট পাই ঠিকই। ধোঁয়া তাতে উড়ে না।
মনিরুজ্জামান প্রমউখ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর।
আরো পড়ুন-

1
চমৎকার