0
আসবে বন্ধু দেখতে পল্লী
গাঁয়ের রূপের মায়া
সবুজ শ্যামল অরণ্যতে
পাবে রূপের ছায়া।
খালের ঝিলে রঙিন শাপলা
চোখ জুড়িয়ে যাবে,
নীল গগনে ঊষার আলো
মনটা ভরে পাবে।
সোনার ফসল ফলায় মাঠে,
দেখবে গাঁয়ের চাষী,
সাদামাটা সরল মানুষ
তারা……..মিতভাষী।
খেজুর রসের মিঠা পায়েস
খেতে ভারি মজা,
মায়ের হাতের মজার খাবার
তিল ও চালের ভাজা
শিশু-কিশোর কাটছে সাঁতার
খেলছে সবাই মিলে,
পল্লী গাঁয়ের রূপটা দেখে
হৃদয় যাবে গুলে।
পুকুর ভরা মাছের খেলা
দেখবে নয়ন জুড়ে,
টাটকা মাছের ঝোলটা খেলে
মনটা যাবে ভরে।
আরো পড়ুন-

0