0
পিয়া মোর এল আজি
মোর অপরাধ ভুলি,
রাঙিয়া উঠেছে তাই
আজি রঙিন গোধূলি।।
হেথা সে ছিল না তাই
ফুল ফোটেনি চাঁপার শাঁখে,
আকুলি ওঠেনি প্রান
বৌ কথা কও পাখির ডাকে।
অবেলাতে গিয়াছে ঝরি
না ফোটা কুসুম কলি।।
অভিমানে সে গিয়াছিল চলি,
এ ঘর করিয়া খালি,
সে বিনা শুকায়েছে মোর
হৃদয় কুসুম ডালি।
ভুলিয়া গিয়াছে গান
আমার সাধের বুলবুলি।।
আজি সে এসেছে ফিরি
ভুলি সব অভিমান,
ফিরিয়া পেয়েছে পাখি
তাহার সুরের গান।
হরষে ফুটিছে মোর
কাননের ফুল গুলি।।
: তাসনিম সুলতানা তাহিরা

0