পিয়া এলো

0

পিয়া মোর এল আজি

মোর অপরাধ ভুলি,

রাঙিয়া উঠেছে তাই

আজি রঙিন গোধূলি।।

হেথা সে ছিল না তাই

ফুল ফোটেনি চাঁপার শাঁখে,

আকুলি ওঠেনি প্রান

বৌ কথা কও পাখির ডাকে।

অবেলাতে গিয়াছে ঝরি

না ফোটা কুসুম কলি।।

অভিমানে সে গিয়াছিল চলি,

এ ঘর করিয়া খালি,

সে বিনা শুকায়েছে মোর

হৃদয় কুসুম ডালি।

ভুলিয়া গিয়াছে গান

আমার সাধের বুলবুলি।।

আজি সে এসেছে ফিরি

ভুলি সব অভিমান,

ফিরিয়া পেয়েছে পাখি

তাহার সুরের গান।

হরষে ফুটিছে মোর

কাননের ফুল গুলি।।

: তাসনিম সুলতানা তাহিরা

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply