পিয়া এলো

play icon Listen to this article
0

পিয়া মোর এল আজি

মোর অপরাধ ভুলি,

রাঙিয়া উঠেছে তাই

আজি রঙিন গোধূলি।।

হেথা সে ছিল না তাই

ফুল ফোটেনি চাঁপার শাঁখে,

আকুলি ওঠেনি প্রান

বৌ কথা কও পাখির ডাকে।

অবেলাতে গিয়াছে ঝরি

না ফোটা কুসুম কলি।।

অভিমানে সে গিয়াছিল চলি,

এ ঘর করিয়া খালি,

সে বিনা শুকায়েছে মোর

হৃদয় কুসুম ডালি।

ভুলিয়া গিয়াছে গান

আমার সাধের বুলবুলি।।

আজি সে এসেছে ফিরি

ভুলি সব অভিমান,

ফিরিয়া পেয়েছে পাখি

তাহার সুরের গান।

হরষে ফুটিছে মোর

কাননের ফুল গুলি।।

: তাসনিম সুলতানা তাহিরা

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply