পিয়া এলো

play icon Listen to this article
0

পিয়া মোর এল আজি

মোর অপরাধ ভুলি,

রাঙিয়া উঠেছে তাই

আজি রঙিন গোধূলি।।

হেথা সে ছিল না তাই

ফুল ফোটেনি চাঁপার শাঁখে,

আকুলি ওঠেনি প্রান

বৌ কথা কও পাখির ডাকে।

অবেলাতে গিয়াছে ঝরি

না ফোটা কুসুম কলি।।

অভিমানে সে গিয়াছিল চলি,

এ ঘর করিয়া খালি,

সে বিনা শুকায়েছে মোর

হৃদয় কুসুম ডালি।

ভুলিয়া গিয়াছে গান

আমার সাধের বুলবুলি।।

আজি সে এসেছে ফিরি

ভুলি সব অভিমান,

ফিরিয়া পেয়েছে পাখি

তাহার সুরের গান।

হরষে ফুটিছে মোর

কাননের ফুল গুলি।।

: তাসনিম সুলতানা তাহিরা

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Related Posts

প্রাণের নবী মায়ার নবী

প্রাণের নবী মায়ার নবী মোঃ রুহুল আমিন যিনি দিলেন সাগর নদী মাটির নিচে জল। প্রার্থনাতো তাহার কাছে করছি অনর্গল। সবার

ভালো থাকিস ভালোবাসা

কতো ভালোবাসি তোরে বুঝবি মরে গেলে, চোখের জলে খুঁজবি আমায় সকল কিছু ফেলে । সাদা কাপড় মুড়ে যখন রাখবে উঠোন

শান্তির আলয়

মুসলিম জাতির নিয়ামত ময় স্মারক কাবা শরীফ, হজ্বের সময় তাওয়াফ করে প্রভুর করছে তারিফ। কাবার ঘরটা শান্তির আলয় খোদার মুখের

রূপে ধার্মিক বেশ

রূপে ধার্মিক বেশ মোঃ রুহুল আমিন মুসলিম হলে মুমিন হওনি আশি বছর শেষ, সঠিক পাওনা দিতে চাওনা রূপে ধার্মিক বেশ।

Leave a Reply