পিয়া এলো

0

পিয়া মোর এল আজি

মোর অপরাধ ভুলি,

রাঙিয়া উঠেছে তাই

আজি রঙিন গোধূলি।।

হেথা সে ছিল না তাই

ফুল ফোটেনি চাঁপার শাঁখে,

আকুলি ওঠেনি প্রান

বৌ কথা কও পাখির ডাকে।

অবেলাতে গিয়াছে ঝরি

না ফোটা কুসুম কলি।।

অভিমানে সে গিয়াছিল চলি,

এ ঘর করিয়া খালি,

সে বিনা শুকায়েছে মোর

হৃদয় কুসুম ডালি।

ভুলিয়া গিয়াছে গান

আমার সাধের বুলবুলি।।

আজি সে এসেছে ফিরি

ভুলি সব অভিমান,

ফিরিয়া পেয়েছে পাখি

তাহার সুরের গান।

হরষে ফুটিছে মোর

কাননের ফুল গুলি।।

: তাসনিম সুলতানা তাহিরা

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply