পুরান ঢাকার ঐতিহ্য হিসা‌বে খ্যাত অবলা প্রা‌ণি ঘোড়া যখন মানু‌ষের উপার্য‌নের মাধ্যম

play icon Listen to this article
1

অবলা প্রা‌ণি ঘোড়া যখন মানু‌ষের উপার্য‌নের মাধ্যম

———————————————————————

হায়‌রে মানুষ ! হায়‌রে অবলা প্রা‌ণি !

বাংলায় একটা প্রবাদ

20210505 012037

আছে , ব‌ন্যেরা ব‌নে সুন্দর , শিশুরা মাতৃ‌ক্রো‌রে । অর্থ্যাৎ যেখা‌নে যার থাকা প্র‌য়োজন , সেখা‌নে তা‌কে রাখা।

চি‌ত্রে প্রকাশমান বিষয়বস্তু‌তে দেখা যা‌চ্ছে , পুরান ঢাকার ঐতিহ্য হিসা‌বে খ্যাত ও ঢাকার সুপ্রা‌চিন ইতিহা‌সের সা‌থে জ‌ড়ি‌য়ে থাকা ঘোড়ার গা‌ড়ি অাজও ঢাকার যা‌ন্ত্রিকতায় ঘেড়া ব্যস্ত প‌থে বাহন হিসা‌বে ব্যবহৃত হ‌চ্ছে। এক‌টি কি‌শোর জীব‌ণের তা‌গি‌দে ঘোড়ার গা‌ড়ি‌তে প্যা‌সেন্জার উঠি‌য়ে শ্রম দ্বারা টাকা উপার্যন কর‌ছে তেম‌নি অবলা ঘোড়া বাহন হিসা‌বে যানজ‌টের এই যা‌ন্ত্রিক শহ‌রে ঘোড়া- শ্রম দি‌য়ে মধ্যযু‌গিয় কায়দায় নি‌জের খাদ্যের যোগান দি‌চ্ছে সা‌থে গা‌ড়ির মা‌লি‌কেরও। ‌কিশোর ও ‌ঘোড়া দুজ‌নের কা‌রোরই অবস্থান মান‌বিক বা যৌ‌ক্তিক না।

স্থান : গু‌লিস্তান , ঢাকা।

‌চিত্রধার‌ণ ও লেখক – জা‌হিদ আহমেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

Author: Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

সম্ভ্রান্ত মুস‌লিম মধ্য‌বিত্ত প‌রিবা‌রে জন্ম নি‌য়ে জীবণ ও বাস্তবতা‌কে খুব কাছ থে‌কে দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। মানু‌ষের সা‌থে নী‌বিড়ভা‌বে মিশ‌তে পারার দক্ষতা‌কে কা‌জে লা‌গি‌য়ে জীবণ সম্প‌র্কে সূক্ষ্ম দার্শ‌নিকতা ও বস্তুগত পার্থক্য ঊপল‌ব্ধিতায় সর্বদা জীবণ , চ‌রিত্র ও মান‌বিকতার মা‌নে‌ান্নয়ন করার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। আমার কা‌ছে জীবণ অর্থ কখনও যুদ্ধ কখনও অর্থ নদী। স্বপ্ন হাজার , সফলতা ক্ষীণ কিন্তু চেষ্টায় অব্যর্থ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রমজান

মুমিন বান্দার মাঝে আসলো বছর ঘুরে রোজা, নেক আমলে ভরবে জীবন কমবে পাপের বোঝা। রমজান মাসে ফরজ রোজা রাখে মুমিন

ফেনী জেলার ভৌগোলিক বিবরণ

বাংলা দেশের দক্ষিণ - পূর্বভাগে অবস্থিত হচ্ছে ফেনী জেলা। বৃহত্তর নোয়াখালীর পূর্ব দিকে ফেনী শহরকে ভূখণ্ড হিসাবে অধিকতর প্রাচীন বলে

রমজানের ফজিলত ও গুরুত্ব এবং আমল

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব এবং আমল মহান আল্লাহ তায়ালা রমজান মাসকে অন্যান্য মাসের উপর ফজিলত ও বিশেষত্ব দিয়েছেন। এ

যুগ-যুগান্তর ধরে

মানুষ বিশাল প্রাণের মাঝে যুগ-যুগান্তর ধরে, অতৃপ্তির ওই অধীর আগ্রহে নতুন সন্ধান করে। কোনো ভাবেই হয় না পূরণ প্রাপ্তীর প্রাপ্তে

One Reply to “পুরান ঢাকার ঐতিহ্য হিসা‌বে খ্যাত অবলা প্রা‌ণি ঘোড়া যখন মানু‌ষের উপার্য‌নের মাধ্যম”

Leave a Reply