অবলা প্রাণি ঘোড়া যখন মানুষের উপার্যনের মাধ্যম
———————————————————————
হায়রে মানুষ ! হায়রে অবলা প্রাণি !
বাংলায় একটা প্রবাদ
আছে , বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোরে । অর্থ্যাৎ যেখানে যার থাকা প্রয়োজন , সেখানে তাকে রাখা।
চিত্রে প্রকাশমান বিষয়বস্তুতে দেখা যাচ্ছে , পুরান ঢাকার ঐতিহ্য হিসাবে খ্যাত ও ঢাকার সুপ্রাচিন ইতিহাসের সাথে জড়িয়ে থাকা ঘোড়ার গাড়ি অাজও ঢাকার যান্ত্রিকতায় ঘেড়া ব্যস্ত পথে বাহন হিসাবে ব্যবহৃত হচ্ছে। একটি কিশোর জীবণের তাগিদে ঘোড়ার গাড়িতে প্যাসেন্জার উঠিয়ে শ্রম দ্বারা টাকা উপার্যন করছে তেমনি অবলা ঘোড়া বাহন হিসাবে যানজটের এই যান্ত্রিক শহরে ঘোড়া- শ্রম দিয়ে মধ্যযুগিয় কায়দায় নিজের খাদ্যের যোগান দিচ্ছে সাথে গাড়ির মালিকেরও। কিশোর ও ঘোড়া দুজনের কারোরই অবস্থান মানবিক বা যৌক্তিক না।
স্থান : গুলিস্তান , ঢাকা।
চিত্রধারণ ও লেখক – জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
আরো পড়ুন-
খুব সুন্দর
ভালো লিখেছেন কবি