প্রভু, শান্তি কোথা পাই

3

প্রভু শান্তি কোথা পাই
এ যে অশান্তির মন্ডল।
শান্তি যে কোথাও নাই।।

জীবন গ্রাসে তীব্র আশে
স্বপ্ন মরে দিনে দিনে।।
আমি মরি তিলে তিলে।
সুখ যে কোথাও না পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।

শুনেছি তোমার কোলে চরম শান্তি
তাই তোমার কোলে মাথা রাখতে চাই।
একবার ডেকে নাও না কাছে
আর কিছু না চাই।।

জানি আত্মহত্যা মহা পাপ
তাই পারি না করতে নিজেরে নাষ।।
তাই অশান্তি নিয়ে দিন গুণি।
যদি তোমার করুণা পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।
-Dipankar Saha (Deep)

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

3

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply