প্রভু, শান্তি কোথা পাই

3

প্রভু শান্তি কোথা পাই
এ যে অশান্তির মন্ডল।
শান্তি যে কোথাও নাই।।

জীবন গ্রাসে তীব্র আশে
স্বপ্ন মরে দিনে দিনে।।
আমি মরি তিলে তিলে।
সুখ যে কোথাও না পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।

শুনেছি তোমার কোলে চরম শান্তি
তাই তোমার কোলে মাথা রাখতে চাই।
একবার ডেকে নাও না কাছে
আর কিছু না চাই।।

জানি আত্মহত্যা মহা পাপ
তাই পারি না করতে নিজেরে নাষ।।
তাই অশান্তি নিয়ে দিন গুণি।
যদি তোমার করুণা পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।
-Dipankar Saha (Deep)

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

3

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply