প্রভু, শান্তি কোথা পাই

3

প্রভু শান্তি কোথা পাই
এ যে অশান্তির মন্ডল।
শান্তি যে কোথাও নাই।।

জীবন গ্রাসে তীব্র আশে
স্বপ্ন মরে দিনে দিনে।।
আমি মরি তিলে তিলে।
সুখ যে কোথাও না পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।

শুনেছি তোমার কোলে চরম শান্তি
তাই তোমার কোলে মাথা রাখতে চাই।
একবার ডেকে নাও না কাছে
আর কিছু না চাই।।

জানি আত্মহত্যা মহা পাপ
তাই পারি না করতে নিজেরে নাষ।।
তাই অশান্তি নিয়ে দিন গুণি।
যদি তোমার করুণা পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।
-Dipankar Saha (Deep)

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

3

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply