প্রেম

0

প্রেম বড় মধুর
এক অনন্য অনুভুতি।
শত্রুও মিত্র হয় প্রেমের সুধায়
অন্যায় ন্যায়ের পথে আসে প্রেমের ছোঁয়ায়।

ভালোবাসা থেকে জন্ম নেয় প্রেম।
কাউকে যদি না বাসতে পারা যায় ভালো
প্রেম থাকবে অন্ধ হয়ে সারা জগৎ মনে হবে শূন্য।

প্রেমের কোনো রূপ নেই নেই কোনো সীমা
অসীম মহাশূন্যের মতোই যার সীমা পরিসীমা।
প্রেমের বিনাশ হয় না হয় না কখনো রূপান্তর
প্রেমকে সৃষ্টি করেছেন সেই এক ঈশ্বর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
রাত ৯টা,১৮ই এপ্রিল,২০২৩, বারুইপুর

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গোলাপ ফুলের হাতে ডানা

গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে?  গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস

ওগো মোর সুন্দর

তুমি সুন্দর তাই আমি চেয়ে থাকি। তুমি সুন্দর তাই আমি তোমার গান গাই। তুমি সুন্দর তাই আমি তোমাকে নিয়ে হাসি।তুমি

গোলাপ ফুলের ডানা

আমি কি তোমাকে ফুলের সাথে তুলনা করব? না, ফুলের সাথে তুলনা করবনা, কারন, তুমি ফুলের চেয়েও সুন্দর। এত সুন্দর হলে

এক ফর্সা রাতের গল্প (প্রেমের কবিতা)

যদি কোনদিন দেখি তুমি নেই সাথে?  থাকবনা এই জগতে। চলে যাব অন্য কোথাও। যেখানে মানুষ নাই, গরু নাই শুধু ছাগল

Leave a Reply