0
কেউ যদি কাউকে ভালবাসে তাহলে তার কি করা উচিত?
তার অন্য একজন’ ভালবাসা উচিত।
কেন?
কারন, তাকে ভালবাসলে সে বুঝবে ভালবাসা কি জিনিস।
তাহলে?
তুমি যে আমাকে ভালবেসেছ এটা ভুল।
তাহলে?
তোমার অন্য একজন’ ভালবাসা উচিত ছিল।
সে কে?
সুপ্রিয়া।
সুপ্রিয়া কি করে?
সে সারাক্ষণ শুধু মালা গাঁথে।
তাহলে আমিও মালা গাঁথব?
হ্যাঁ।
মালা গেঁথে কি করব?
আমার গলায় পরিয়ে দিবে?
তারপর?
তাহলেই বলব, তুমি আমাকে ভালবাস।
তাহলে আজ থেকে মালা গাঁথা শুরু করব।
মালা গেঁথে কি করবে?
সবচেয়ে সুন্দর মালা’ তোামায় পরাব।
সে মালার ওজন কত হবে?
প্রায় ৫০০ কেজি।
এমন মালা আমাকে পরাবে আগে বলবেনা? আগে বললেতো অনেক আগেই তোমাকে আমি সে মালা পরিয়ে দিতাম।
আরো পড়ুন-

0