ফুলের মালা

0

কেউ যদি কাউকে ভালবাসে তাহলে তার কি করা উচিত?

তার অন্য একজন’ ভালবাসা উচিত।

কেন?

কারন, তাকে ভালবাসলে সে বুঝবে ভালবাসা কি জিনিস।

তাহলে?

তুমি যে আমাকে ভালবেসেছ এটা ভুল।

তাহলে?

তোমার অন্য একজন’ ভালবাসা উচিত ছিল।

সে কে?

সুপ্রিয়া।

সুপ্রিয়া কি করে?

সে সারাক্ষণ শুধু মালা গাঁথে।

তাহলে আমিও মালা গাঁথব?

হ্যাঁ।

মালা গেঁথে কি করব?

আমার গলায় পরিয়ে দিবে?

তারপর?

তাহলেই বলব, তুমি আমাকে ভালবাস।

তাহলে আজ থেকে মালা গাঁথা শুরু করব।

মালা গেঁথে কি করবে?

সবচেয়ে সুন্দর মালা’ তোামায় পরাব।

সে মালার ওজন কত হবে?

প্রায় ৫০০ কেজি।

এমন মালা আমাকে পরাবে আগে বলবেনা?  আগে বললেতো অনেক আগেই তোমাকে আমি সে মালা পরিয়ে দিতাম।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

Leave a Reply