0
সমাজে আজ… ঘুণ ধরেছে
দেখি নেতার জোর,
মসজিদের ওই সভার প্রধান
দখলে সুদ খোর।
ঈমান গুণেই হয়না প্রধান
গরিব কামলা লোক,
বাড়ির মসজিদ ভেবে পথটা
করে তারাই ভোগ।
মহল্লা বাসির নামে মসজিদ
আগে দাতার নাম,
অন্যে বাড়ির কেউবা প্রধান
থাকবে নাকো দাম।
বাপদাদার ওই মসজিদ রে’ভাই
পথটা দখলে চাই,
মোটা মাথার সুদখোরগুলো
সমস্যা তো নাই।
মসজিদ হলো প্রভুর নিবাস
পায় না তবু ভয়,
মসজিদের ওই সভার প্রধান
নিয়ে দ্বন্দ্বে রয়।
সম্পদ দিয়ে মসজিদ ঘরে
চায় যে সভার পথ,
কোনো মুসলিম ধার ধারে না
দেয় যে নিজের মত।
মসজিদের ওই সভার প্রধান
সমাজে পায় মান,
সুদি ব্যবসার কারবারিতে
বধির নেতার কান।

0