বর্ণিল রূপে বৈশাখ

play icon Listen to this article
0

বৈশাখ মাসের প্রখর তাপে
ঈশান কোণে নিকষ মেঘে।
ঝড়ের মাঝে বিনাশ ছোঁয়া
দমকা হাওয়া উত্তাল বেগে।

কাল বৈশাখীর প্রবল ঝড়ে
লন্ডভন্ড আঘাত হানে
গরীব চাষীর ফসল ক্ষেতে
অশান্ত রূপ রাক্ষুক বানে।

কেনো বৈশাখ রুদ্ররোষে ?
দেখাও রূপটা ধ্বংস নাশে
বিভাসিত ঊষার ভোরে,
নতুন যাত্রার সুবাস ভাসে।

বৈশাখ এসো ভাস্বর রূপে
বাংলার তরে আবাস ভরে।
আনন্দেতে মেলার মাঝে
রাখবো সবে হৃদয় ধরে।

বৈশাখ বরণ নতুন সাজে
প্রাণের ছোঁয়ায় মুখর সবে।
অতীত ভুলে নতুন রূপে
সবার মাঝে সুখটা রবে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply