0
বৈশাখ মাসের প্রখর তাপে
ঈশান কোণে নিকষ মেঘে।
ঝড়ের মাঝে বিনাশ ছোঁয়া
দমকা হাওয়া উত্তাল বেগে।
কাল বৈশাখীর প্রবল ঝড়ে
লন্ডভন্ড আঘাত হানে
গরীব চাষীর ফসল ক্ষেতে
অশান্ত রূপ রাক্ষুক বানে।
কেনো বৈশাখ রুদ্ররোষে ?
দেখাও রূপটা ধ্বংস নাশে
বিভাসিত ঊষার ভোরে,
নতুন যাত্রার সুবাস ভাসে।
বৈশাখ এসো ভাস্বর রূপে
বাংলার তরে আবাস ভরে।
আনন্দেতে মেলার মাঝে
রাখবো সবে হৃদয় ধরে।
বৈশাখ বরণ নতুন সাজে
প্রাণের ছোঁয়ায় মুখর সবে।
অতীত ভুলে নতুন রূপে
সবার মাঝে সুখটা রবে।
আরো পড়ুন-
- 600 টাকার টাচ ঘড়ি
- কর পল্লব শব্দের অর্থ কি?
- মোবাইল ঘড়ির সুবিধা
- বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন
- কদম ফুল সমার্থক শব্দ
0