বর্ণিল রূপে বৈশাখ

0

বৈশাখ মাসের প্রখর তাপে
ঈশান কোণে নিকষ মেঘে।
ঝড়ের মাঝে বিনাশ ছোঁয়া
দমকা হাওয়া উত্তাল বেগে।

কাল বৈশাখীর প্রবল ঝড়ে
লন্ডভন্ড আঘাত হানে
গরীব চাষীর ফসল ক্ষেতে
অশান্ত রূপ রাক্ষুক বানে।

কেনো বৈশাখ রুদ্ররোষে ?
দেখাও রূপটা ধ্বংস নাশে
বিভাসিত ঊষার ভোরে,
নতুন যাত্রার সুবাস ভাসে।

বৈশাখ এসো ভাস্বর রূপে
বাংলার তরে আবাস ভরে।
আনন্দেতে মেলার মাঝে
রাখবো সবে হৃদয় ধরে।

বৈশাখ বরণ নতুন সাজে
প্রাণের ছোঁয়ায় মুখর সবে।
অতীত ভুলে নতুন রূপে
সবার মাঝে সুখটা রবে।

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

ডায়না-৬

ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে  আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে

Leave a Reply