বিবর্তন – ভাস্কর পাল 

0

বিবর্তন

  • ভাস্কর পাল

 

বদল এসেছে এ সমাজে

মনোভাব আজ বদলে গেছে,

মৃত মানুষ উঠছে বেঁচে

জীবন্ত প্রাণ খুন হচ্ছে;

আজব দেশের সব আজব নিয়ম

দেশে আনছে বিবর্তন।

 

ইচ্ছাটাকে বাসনা করে

অনিচ্ছাটাকে দিচ্ছি তুলে,

নিজের স্বপ্ন অন্যের হাতে

গড়া ভাঙার এই দুনিয়ায়,

বিবর্তনের ঘূর্ণি ঝড় আজ

সারা দেশে বয়ে যায়।

 

সন্ত্রাস এর এই দুনিয়ায়,

মায়ের কোল হচ্ছে খালি!

অজানা সব কীট পতঙ্গ

শহরটাকে করছে শেষ।

বিবর্তনের চাকা লাগিয়ে

নিজের রথ টানছে নিজেই,

কালিদাসের সেই কথাটা

কথার মধ্যেই হচ্ছে শেষ।

 

আবেগটাকে আবেগ ভেবেই

জ্বলিয়ে তুলছে সন্ত্রাসে।

বিবর্তনের ঘূর্ণিপাকে-

নিজের মৃত্যু নিজের হাতেই;

নিচু-উঁচু হোক না জাতি

আসলে তো সবাই মানুষ;

মানুষ আজ নিজের হাতেই

মনুষত্বটা করছে শেষ।

 

একটা কথা উঠলে পরেই

ওপর জন দ্বন্দ্বে নামে

সত্য জেনে সত্যটাকেই

করছি আমরা ধ্বংস আজ!!

বিবর্তনের এই দুনিয়ায় লেগেছে এক ঘূর্ণিপাক।

 

ভুলটা আমরা করছি জেনেও

সেটাই করছি বারংবার

কবিদের আজ কলম ভোঁতা

বিবর্তনের ঘূর্ণিপাক।

 

অসৎ এর ছোঁয়া লেগেছে কমবে কি তা একদিনেই?

তা বলে কি বসেই থাকবো!

করবো ধ্বংস ভবিষ্যতের!!

সত্যটাকে সাহস করে, উগরে দেবো সবার দ্বোরে,

কঠিনটাকে বাসবো ভালো;

বিবর্তনের ঘূর্ণিঝড়কে বিবর্তনেই করবো শেষ।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply