বিবেকহীন জাতি

0

স্মৃতির স্তম্ভে নেতাদের ভীড়
অবাক হয়নি জাতি,
শ্রেষ্ঠের সম্মান নেতার চাপায়
তবুও আমারা মাতি।

বছর ঘুরে আসলে দিনটা
একটু স্মরণ করি,
ক্রন্দন চোখে দেশের কথায়
গলা ফাটিয়ে মরি।

দেশের জন্য বীর সন্তানদের
তৈরি স্মৃতির স্তম্ভ,
নেতার ছবির ব্যানার চাপায়
দেখি শ্রেষ্ঠের দম্ভ।

ভীষণ লজ্জায় পড়বে জাতি
বিবেক ফিরে পেলে,
স্মরণ করতো বীর সেনাদের
একটু আঁখি মেলে।

বীর সেনাদের সম্মান রক্ষায়
এমন কেনো হবে?
তাদের সম্মান অটুট থাকলে
নিশান হেসে রবে।

স্মৃতির স্তম্ভে আলোক সজ্জায়
রাঙিয়ে আজ তুলি,
স্মরণ করবো হৃদয় থেকেই
যেন নাহি ভুলি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply