0
স্মৃতির স্তম্ভে নেতাদের ভীড়
অবাক হয়নি জাতি,
শ্রেষ্ঠের সম্মান নেতার চাপায়
তবুও আমারা মাতি।
বছর ঘুরে আসলে দিনটা
একটু স্মরণ করি,
ক্রন্দন চোখে দেশের কথায়
গলা ফাটিয়ে মরি।
দেশের জন্য বীর সন্তানদের
তৈরি স্মৃতির স্তম্ভ,
নেতার ছবির ব্যানার চাপায়
দেখি শ্রেষ্ঠের দম্ভ।
ভীষণ লজ্জায় পড়বে জাতি
বিবেক ফিরে পেলে,
স্মরণ করতো বীর সেনাদের
একটু আঁখি মেলে।
বীর সেনাদের সম্মান রক্ষায়
এমন কেনো হবে?
তাদের সম্মান অটুট থাকলে
নিশান হেসে রবে।
স্মৃতির স্তম্ভে আলোক সজ্জায়
রাঙিয়ে আজ তুলি,
স্মরণ করবো হৃদয় থেকেই
যেন নাহি ভুলি।
আরো পড়ুন-
0