বুড়ো বটগাছ

0

বুড়ো বটগাছ
মোঃ রুহুল আমিন
=================
আদিম কালের বুড়ো বটগাছ
দেখতে ছাতার মতো,
আমার স্পর্শে নবীন প্রবীণ
এলো পথিক কতো।

আমার কোমল শীতল ছায়ায়
আরাম করে বসে,
চলার পথেই পথিক গল্পে
মনটা ভরায় রসে।

প্রখর তাপে পক্ষীকুল কে
লুকিয়ে সে ..রাখে,
আমার ডালে কোকিল বসে
কুহু সুরে ..ডাকে।

কাঠবিড়ালী যাচ্ছে ছুটি
প্রেম মিতালির ছলে,
আবার পথিক কাতর চিত্তে
ভাসায় চোখের জলে।

কতো যুগের যুগ বদলের
নিরব সাক্ষী আমি,
আমার ফুল-ফল কারোর কাছে
হয় যে অনেক দামি।

পরম বিশ্বাস পুজো দিয়ে
মালা অর্পণ …করে,
লাল রং ফিতার গিটের বাঁধন
আমায় জড়ায় ধরে।

গ্ৰামের সকল মানুষের সুখ-
দুখের কথা জানি,
সন্তান হারা মায়ের কান্নার
শুনি… আত্মগ্লানি।

ক্ষুধার জ্বালায় কোলের শিশু
ফুফে ফুফে ……কাঁদে,
তখন দেখি ধনীর কুঠিরে
পোলাও কোরমা রাঁধে।

যুগের উত্থান পতনের সব
বিমর্ষ রূপ দেখি,
ভালো মন্দ মিশ্রনের রাজ
ইতিহাস যে ..লেখি।

যুগ যুগান্তর বিস্তৃত রূপ
রক্তে ধারণ করি,
আমার জাতির কর্তন দেখে
কর্তন ভয়ে ডরি।

কখন জানি ধারালো ওই
ছুরির আঘাত লাগে,
আবার টুকরো টুকরো করার
ভীষণ যে ভয় জাগে।

বিশাল শীতল ছায়ায় বসে
নিদাঘ গ্রীষ্মের দিনে,
আরামদায়ক বাতাস পাবে
নাকো আমার বীনে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply