0
দুজনার দুটি মন হারিয়ে গেছে কোথায়? কোন এক জঙ্গলে। সেখানে সে কি করে? সেখানে সে কোন এক নীড় খোঁজে। সে নীড়ে সে কি করে? ভালবাসার বাদাম তোলে।আমি একদিন তাকে সেখান থেকে ধরে আনব।ধরে এনে জিজ্ঞেস করব তুমি সেখানে কি করছিলে? যদি বলে ভালবাসার বাদাম তুলছিলাম তাহলে বলব, আরো বেশি বাদাম তুললেনা কেন? যদি বলে, সময় ছিলনা তাহলে বলব, এখন থেকে সময় বের করে নিও।
এবার বল এত বেশি ভালবাসি কেন? তোমার চুলের রং সুন্দর তাই।আমার বার বারই মনে হয় সে রং আরো সুন্দর হয়না কেন?
আরো পড়ুন-

0