0
ভালবাসা কি জিনিস আজও বুঝলামনা। ভালবাসা কি নীল নদের পানি? নীল নদের পানি হলেতো সে নীল নীল করে চিৎকার করত! ভালবাসা কি গাব গাছের পাতা? গাব গাছের পাতা হলেতো সে বলতো, “আমার গাব কই? আমার গাব কই?” তাহলে ভালবাসা কি জিনিস? ভালবাসা এমন জিনিস যার হাত নেই, পা নেই, আছে শুধু দুটো চোখ, সেই দুচোখেও কিছু দেখেনা।তাহলে? “এ ভালবাসা দিয়ে কি হবে? ” চল এ ভালবাসা’ নর্দমায় নিক্ষেপ করি! কিন্তু এমন কোন নর্দমা কি আছে যেথায় এ ভালবাসার ঠাঁই হবে? যদি না হয় তাহলে নতুন নর্দমা’ সৃষ্টি হোক; সে নর্দমা ছাড়া সে বাঁচবে কি করে?
আরো পড়ুন-

0