0
মনের ঘরে চোর ঢুকেছে
মন করেছে চুরি,
মনটা হারিয়ে আজ আমি
পথে পথে ঘুরি।
রূপের মায়ায় মুগ্ধ করে
পাগল করলি কি’রে?
ভালোবাসার নামটা করে
মনটা নিলি কেড়ে।
সবার কাছে পাগল হলাম
তোর কারণে ভবে,
জানতে পারলে ওরা আবার
ভুল বুঝিবে তবে।
প্রেমের মোহে পাগল করে
বাসলে কেন ভালো?
মনটা কেড়ে দূরে গেলে
হলাম আমি কালো।
দুফোঁটা জল ঝরে যদি
মনচোরা তোর চোখে,
মন হারিয়ে সার্থক হলাম
ভালো বেসে তোকে।
আরো পড়ুন-

0