মাতৃভাষা

0

মাতৃভাষা

একুশ আমার মাতৃভাষা,

সেই কথা মোর হৃদয়ে গাথা,

একে একে দিন বয়ে যায়,

বন্ধি হলো ইতিহাসের পাতায়।

আগুন ঝড়া ফাগুন দিনে,

মাতৃভাষা রক্ত দিয়ে আনলো যারা কিনে,

একুশে ফেব্রুয়ারি তাজা রক্ত দিয়ে রাজপথে,

মাতৃভাষার জন্য ধরে ছিলো মিছিল বজ্রকন্ঠে।

ঐযে, রক্ত সোত যায় বয়ে,

ইতিহাসের পাতা থেকে যায় সাক্ষী হয়ে,

দিন বদলের ডাকে, কৃষ্ণচূড়া রঙিন ডালে।

লাল হলো রে ভাই রাজপথ রক্ত লালে,

জীবন দিয়ে আনলো যারা,

আমার প্রাণের মাতৃভাষা,

তারা হলেন সালাম, জব্বার, রফিক

আরো নাম না যানা আমার দেশের চাষা।

(২১শে ফেব্রুয়ারী উপলক্ষে কবিতা “মাতৃভাষা “)

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

One Reply to “মাতৃভাষা”

Leave a Reply