মাতৃভাষা

play icon Listen to this article
0

মাতৃভাষা

একুশ আমার মাতৃভাষা,

সেই কথা মোর হৃদয়ে গাথা,

একে একে দিন বয়ে যায়,

বন্ধি হলো ইতিহাসের পাতায়।

আগুন ঝড়া ফাগুন দিনে,

মাতৃভাষা রক্ত দিয়ে আনলো যারা কিনে,

একুশে ফেব্রুয়ারি তাজা রক্ত দিয়ে রাজপথে,

মাতৃভাষার জন্য ধরে ছিলো মিছিল বজ্রকন্ঠে।

ঐযে, রক্ত সোত যায় বয়ে,

ইতিহাসের পাতা থেকে যায় সাক্ষী হয়ে,

দিন বদলের ডাকে, কৃষ্ণচূড়া রঙিন ডালে।

লাল হলো রে ভাই রাজপথ রক্ত লালে,

জীবন দিয়ে আনলো যারা,

আমার প্রাণের মাতৃভাষা,

তারা হলেন সালাম, জব্বার, রফিক

আরো নাম না যানা আমার দেশের চাষা।

(২১শে ফেব্রুয়ারী উপলক্ষে কবিতা “মাতৃভাষা “)

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Related Posts

শান্তির ঘাঁটি

রোজার মাসের চাঁদ উঠেছে খুশি মুমিন বান্দা, ফরজ রোজা পালন করবে ছেড়ে সকল ধান্দা। প্রভুর হুকুম পালন করতে রাখে ফরজ

নারী পুরুষ

  মানুষ ভাবে…. দুই ভাগেতে নারী পুরুষ জাত, সমান ভাবে দেশের কাজে আছে সবার হাত। নারী পুরুষ মিলে লড়ছে বিভেদ

প্রতিশ্রুতি

মহান উত্তম শাবান মাসের শবে বরাত রাত, মুসলিম উম্মা আজ প্রার্থনায় উঠায় যে দুই হাত। জিকির তালিম মশগুল বান্দা গভীর

ধান্দায় খাচ্ছে লুটে

মানুষ বাঁচে একশো বছর কিংবা তাহার কম, নিজের নজির প্রকাশ করে ছাড়ে গর্বের দম। দিবস রাতে টাকার পিছে শুধুই মানুষ

One Reply to “মাতৃভাষা”

Leave a Reply