0
মাতৃভাষা
একুশ আমার মাতৃভাষা,
সেই কথা মোর হৃদয়ে গাথা,
একে একে দিন বয়ে যায়,
বন্ধি হলো ইতিহাসের পাতায়।
আগুন ঝড়া ফাগুন দিনে,
মাতৃভাষা রক্ত দিয়ে আনলো যারা কিনে,
একুশে ফেব্রুয়ারি তাজা রক্ত দিয়ে রাজপথে,
মাতৃভাষার জন্য ধরে ছিলো মিছিল বজ্রকন্ঠে।
ঐযে, রক্ত সোত যায় বয়ে,
ইতিহাসের পাতা থেকে যায় সাক্ষী হয়ে,
দিন বদলের ডাকে, কৃষ্ণচূড়া রঙিন ডালে।
লাল হলো রে ভাই রাজপথ রক্ত লালে,
জীবন দিয়ে আনলো যারা,
আমার প্রাণের মাতৃভাষা,
তারা হলেন সালাম, জব্বার, রফিক
আরো নাম না যানা আমার দেশের চাষা।
(২১শে ফেব্রুয়ারী উপলক্ষে কবিতা “মাতৃভাষা “)
আরো পড়ুন-

0
খুব সুন্দর