যদি সারমর্ম না বুঝো

play icon Listen to this article
1

মেধা দিয়ে কি লাভ হবে,যদি আদর্শ না থাকে অন্তরে
শিক্ষা দিয়ে কি লাভ হবে,যদি কাজে না আসো
দেশ ও জাতির সামাজিক কর্মকান্ডের প্রান্তরে!
টাকা দিয়ে কি লাভ হবে,যদি চরিত্র থাকে কালো
আমার কাছে সেই উত্তম,যার চরিত্র হয় ভালো।
শক্তি দিয়ে কি লাভ হবে,যদি ধৈর্য না থাকে মনে
এর চেয়ে ভাই পাগল ভালো, সে ঘুরে বনে বনে।
সুখ দিয়ে কি লাভ হবে,যদি কষ্ট,কখনোই না আসে
তখন তুমি বুঝতে পারবে,প্রভু নেই তোমার পাশে,
বন্ধু দিয়ে কি লাভ হবে,বিপদে যদি না কাজে আসে
এর চেয়ে ভাই একলা থাকো,দিন বা বারোমেসে।
জানা দিয়ে কি লাভ হবে,যদি মানতেই না পারো
কম জেনে বেশি বুঝার মত,পন্ডিত্য এবার ছাড়ো?
বিশ্বাস দিয়ে কি লাভ হবে,যদি রাখো,মিথ্যায় ভরপুর
মিথ্যে দিয়ে সত্য রুখা যায় না,সত্যের জয় বহুদূর।
কবিতা পড়ে কি লাভ হবে,যদি সারমর্ম না বুঝো
নিজেকে নিজে তালাশ করে সত্যের রাস্তা খুঁজো?

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

Author: মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানায় বৃন্দাগড় গ্রামে ১৯৯৫ সালে নানার বাড়িতে জন্মগ্রহণ করি,দুই ভাই ও দুই বোনের মধ্যে আমি সবার বড়, ২০১১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাস করি ও ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা করি,বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কবিতা লেখা আমার নেশা ও পেশা বলতেই পারেন। বর্তমানে আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক বাড়িতে জীবন যাপন করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রমজান

মুমিন বান্দার মাঝে আসলো বছর ঘুরে রোজা, নেক আমলে ভরবে জীবন কমবে পাপের বোঝা। রমজান মাসে ফরজ রোজা রাখে মুমিন

ফেনী জেলার ভৌগোলিক বিবরণ

বাংলা দেশের দক্ষিণ - পূর্বভাগে অবস্থিত হচ্ছে ফেনী জেলা। বৃহত্তর নোয়াখালীর পূর্ব দিকে ফেনী শহরকে ভূখণ্ড হিসাবে অধিকতর প্রাচীন বলে

রমজানের ফজিলত ও গুরুত্ব এবং আমল

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব এবং আমল মহান আল্লাহ তায়ালা রমজান মাসকে অন্যান্য মাসের উপর ফজিলত ও বিশেষত্ব দিয়েছেন। এ

যুগ-যুগান্তর ধরে

মানুষ বিশাল প্রাণের মাঝে যুগ-যুগান্তর ধরে, অতৃপ্তির ওই অধীর আগ্রহে নতুন সন্ধান করে। কোনো ভাবেই হয় না পূরণ প্রাপ্তীর প্রাপ্তে

One Reply to “যদি সারমর্ম না বুঝো”

Leave a Reply