যদি সারমর্ম না বুঝো

play icon Listen to this article
1

মেধা দিয়ে কি লাভ হবে,যদি আদর্শ না থাকে অন্তরে
শিক্ষা দিয়ে কি লাভ হবে,যদি কাজে না আসো
দেশ ও জাতির সামাজিক কর্মকান্ডের প্রান্তরে!
টাকা দিয়ে কি লাভ হবে,যদি চরিত্র থাকে কালো
আমার কাছে সেই উত্তম,যার চরিত্র হয় ভালো।
শক্তি দিয়ে কি লাভ হবে,যদি ধৈর্য না থাকে মনে
এর চেয়ে ভাই পাগল ভালো, সে ঘুরে বনে বনে।
সুখ দিয়ে কি লাভ হবে,যদি কষ্ট,কখনোই না আসে
তখন তুমি বুঝতে পারবে,প্রভু নেই তোমার পাশে,
বন্ধু দিয়ে কি লাভ হবে,বিপদে যদি না কাজে আসে
এর চেয়ে ভাই একলা থাকো,দিন বা বারোমেসে।
জানা দিয়ে কি লাভ হবে,যদি মানতেই না পারো
কম জেনে বেশি বুঝার মত,পন্ডিত্য এবার ছাড়ো?
বিশ্বাস দিয়ে কি লাভ হবে,যদি রাখো,মিথ্যায় ভরপুর
মিথ্যে দিয়ে সত্য রুখা যায় না,সত্যের জয় বহুদূর।
কবিতা পড়ে কি লাভ হবে,যদি সারমর্ম না বুঝো
নিজেকে নিজে তালাশ করে সত্যের রাস্তা খুঁজো?


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

Author: মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানায় বৃন্দাগড় গ্রামে ১৯৯৫ সালে নানার বাড়িতে জন্মগ্রহণ করি,দুই ভাই ও দুই বোনের মধ্যে আমি সবার বড়, ২০১১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাস করি ও ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা করি,বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কবিতা লেখা আমার নেশা ও পেশা বলতেই পারেন। বর্তমানে আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক বাড়িতে জীবন যাপন করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

One Reply to “যদি সারমর্ম না বুঝো”

Leave a Reply