মেধা দিয়ে কি লাভ হবে,যদি আদর্শ না থাকে অন্তরে
শিক্ষা দিয়ে কি লাভ হবে,যদি কাজে না আসো
দেশ ও জাতির সামাজিক কর্মকান্ডের প্রান্তরে!
টাকা দিয়ে কি লাভ হবে,যদি চরিত্র থাকে কালো
আমার কাছে সেই উত্তম,যার চরিত্র হয় ভালো।
শক্তি দিয়ে কি লাভ হবে,যদি ধৈর্য না থাকে মনে
এর চেয়ে ভাই পাগল ভালো, সে ঘুরে বনে বনে।
সুখ দিয়ে কি লাভ হবে,যদি কষ্ট,কখনোই না আসে
তখন তুমি বুঝতে পারবে,প্রভু নেই তোমার পাশে,
বন্ধু দিয়ে কি লাভ হবে,বিপদে যদি না কাজে আসে
এর চেয়ে ভাই একলা থাকো,দিন বা বারোমেসে।
জানা দিয়ে কি লাভ হবে,যদি মানতেই না পারো
কম জেনে বেশি বুঝার মত,পন্ডিত্য এবার ছাড়ো?
বিশ্বাস দিয়ে কি লাভ হবে,যদি রাখো,মিথ্যায় ভরপুর
মিথ্যে দিয়ে সত্য রুখা যায় না,সত্যের জয় বহুদূর।
কবিতা পড়ে কি লাভ হবে,যদি সারমর্ম না বুঝো
নিজেকে নিজে তালাশ করে সত্যের রাস্তা খুঁজো?
আরো পড়ুন-
চমৎকার সুন্দর