আব্দুল মান্নান
হারিছ চৌধুরী দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আল্লাহ্ তাঁর ভুল-ভ্রান্তি মাফ করে দিয়ে জান্নত দান করুন। আমীন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একবার বলেছিলেন- “বাংলাদেশের রাজনীতি টক্সিক বা দূষিত হয়ে গেছে।”
জামাতের সাবেক নেতার মন্তব্য কতো সঠিক তার উদাহরণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। মনে পড়ে বিবিসির সাংবাদিক মরহুম সিরাজুর রহমান এক কলামে লিখেছিলেন – “মন্দভাগ্য দেশটি।”
এই মন্দভাগ্যের দেশটির সমস্যা যেন শেষ হতে চায় না। এখানে বিরোধী মতের দমন করা হয় সর্বশক্তি প্রয়োগ করে।
হারিছ চৌধুরী বৈরী পরিবেশের সঙ্গে মোকাবেলা করে শেষ নি:শ্বাাস ত্যাগ করেছেন।
সুদিনে তাঁর দল নিশ্চয়ই মরহুমের অবদানের স্বীকৃতি দিবে।
একটি পরামর্শ রইলো :
হারিছ চৌধুরীর জীবনীগ্রন্থ প্রকাশ করে তাঁর স্মৃতিকে ধরে রাখতে হবে।
প্রস্তাবিত জীবনী দুটি অধ্যায়ে রচিত হবে প্রথম অধ্যায়ের টাইটল- স্বপ্ন, এই অধ্যায়ে আত্নগোপনের আগপর্যন্ত হারিছ চৌধুরীর ব্যক্তিজীবন, রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা থাকবে।
শেষ অধ্যায়ের নাম হবে -স্বপ্নভঙ্গ। অধ্যায়টিতে থাকবে তাঁর আত্নগোপনের দিনগুলোর কথা। এই অধ্যায়ে বিভিন্নজনের লেখা সংকলন করা যাবে। নিশ্চিত করে বলতে পারি অধ্যায়টি বা পুরো বইটি বেস্টসেলার হবে। উক্ত অধ্যায়ে মতিউর রহমান চৌধুরী সাহেবের লেখা রিপোর্টগুলো সংকলিত থাকবে।
Abdulmannan5.blogspot.com
আরো পড়ুন-
অজানা তথ্য জানলাম