হয়তো…….

play icon Listen to this article
0
কতবার মেলেছি দু-নয়ন
ধরা দেয়নি সে ধরা দেয়নি
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
বারবার সে আঘাত করে গেছে
মনের মাঝে এখনও অনেক চির ধরে আছে
তবু সে মুখে কিছুই বলেনি
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
আজও তার চোখে হাজারো কবিতা
নিঃশব্দে কান্না হয়ে ঝরে
যা শোনাতে চেয়েও বুকের মাঝেই চেপে ছিলো
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
পড়ুন-
Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মরে গেছি – ৪

জন্মও নিয়েছি তোমার জন্য মরবও তোমার জন্য। অথচ সেই তুমি আমার নয়। আজ আমার কি করতে ইচ্ছে হয়?মরে যেতে ইচ্ছে

তুমি আমার – ৯

তুমিও আমার , আমিও তোমার। অথচ কে যেন আমার নয়?  সে জনা কে? সে জনা হল, তুমি আমার। তুমি আমার

কবিতা

ঘন্টার পর ঘন্টা কবিতা লিখি। অথচ আজ আমি একটাও কবিতা লিখিনি।কেন? কবিতা লিখতে আমার ভাল লাগেনা।এমন কবিতার জন্ম কেন হল?

চোখে চোখে

চোখে চোখে চোখ রাখলে কি হয়? চোখে চোখে চোখ রাখলে চোখে চোখ থাকেনা।সে চোখ কোথায় যেন হারিয়ে  যায়। আজ আমার

Leave a Reply