হয়তো…….

0
কতবার মেলেছি দু-নয়ন
ধরা দেয়নি সে ধরা দেয়নি
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
বারবার সে আঘাত করে গেছে
মনের মাঝে এখনও অনেক চির ধরে আছে
তবু সে মুখে কিছুই বলেনি
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
আজও তার চোখে হাজারো কবিতা
নিঃশব্দে কান্না হয়ে ঝরে
যা শোনাতে চেয়েও বুকের মাঝেই চেপে ছিলো
হয়ত আমি বুঝিনি
বোঝার হয়ত বয়স হয়েছিলো না
পড়ুন-

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

One Reply to “হয়তো…….”

Leave a Reply