সংগ্রহ করুন গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

0

গত একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে আমার গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘। বইটিতে মোট একশটির মত কবিতা আছে।বইটির মূল্য ধরা হয়েছে মাত্র একশ’ দশ টাকা।  আপনি ০১৮৮৬৮০০৯৫৮ নম্বরে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত  কল করে সহজেই বইটি পেতে পারেন  । এছাড়া  হোয়াটসঅ্যাপ ০১৭৭০৭৭২৪৫৭ নম্বরে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত  কল করেও বইটি পেতে পারেন।বই হোক আপনার নিত্যসঙ্গী এই শুভকামনায়……।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

Leave a Reply