আগুন জ্বলে কবিতা

1

আগুন জ্বলে

লেখক- নিয়ামত উল্লাহ আল আমিন

প্রথম প্রকাশ- ১৭ এপ্রিল ২০২৩

জ্বলে জ্বলে আগুন জ্বলে
দিন-দুপুরে রাতের ছলে,
বস্তি পুড়ে উজাড় হলে
মার্কেটেতে আগুন জ্বলে।

এলো এলো বাজারে এলো
দাম দেখে আর কেনা হলো,
শুণ্য হাতেই ফিরে গেলো
না খেয়ে যে মরণ হলো।

বন কেটে সব হলো মাঠ
শুকিয়ে গেলো পুকুর-ঘাট,
সুর্যিমামার তাপে ষাট
গরম হলো বাজার-হাট।

এলো বৈশাখ গিয়ে চৈত্র-ফাগুন
আলু,পটল আর সবজি-বেগুন,
বাজারের দাম হলো দ্বিগুন
দিন-দুপুরে জ্বলছে আগুন।

গরম গরম সবই গরম
সূর্যের তাপ পড়ছে চরম,
আগুন মোদের বন্ধু পরম
নাই যে তার লজ্জা-সরম।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Niyamat Ullah Al Amin

Author: Niyamat Ullah Al Amin

A Writer

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply