1
আগুন জ্বলে
লেখক- নিয়ামত উল্লাহ আল আমিন
প্রথম প্রকাশ- ১৭ এপ্রিল ২০২৩
জ্বলে জ্বলে আগুন জ্বলে
দিন-দুপুরে রাতের ছলে,
বস্তি পুড়ে উজাড় হলে
মার্কেটেতে আগুন জ্বলে।
এলো এলো বাজারে এলো
দাম দেখে আর কেনা হলো,
শুণ্য হাতেই ফিরে গেলো
না খেয়ে যে মরণ হলো।
বন কেটে সব হলো মাঠ
শুকিয়ে গেলো পুকুর-ঘাট,
সুর্যিমামার তাপে ষাট
গরম হলো বাজার-হাট।
এলো বৈশাখ গিয়ে চৈত্র-ফাগুন
আলু,পটল আর সবজি-বেগুন,
বাজারের দাম হলো দ্বিগুন
দিন-দুপুরে জ্বলছে আগুন।
গরম গরম সবই গরম
সূর্যের তাপ পড়ছে চরম,
আগুন মোদের বন্ধু পরম
নাই যে তার লজ্জা-সরম।
আরো পড়ুন-
1