আগুন জ্বলে কবিতা

play icon Listen to this article
1

আগুন জ্বলে

লেখক- নিয়ামত উল্লাহ আল আমিন

প্রথম প্রকাশ- ১৭ এপ্রিল ২০২৩

জ্বলে জ্বলে আগুন জ্বলে
দিন-দুপুরে রাতের ছলে,
বস্তি পুড়ে উজাড় হলে
মার্কেটেতে আগুন জ্বলে।

এলো এলো বাজারে এলো
দাম দেখে আর কেনা হলো,
শুণ্য হাতেই ফিরে গেলো
না খেয়ে যে মরণ হলো।

বন কেটে সব হলো মাঠ
শুকিয়ে গেলো পুকুর-ঘাট,
সুর্যিমামার তাপে ষাট
গরম হলো বাজার-হাট।

এলো বৈশাখ গিয়ে চৈত্র-ফাগুন
আলু,পটল আর সবজি-বেগুন,
বাজারের দাম হলো দ্বিগুন
দিন-দুপুরে জ্বলছে আগুন।

গরম গরম সবই গরম
সূর্যের তাপ পড়ছে চরম,
আগুন মোদের বন্ধু পরম
নাই যে তার লজ্জা-সরম।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Niyamat Ullah Al Amin

Author: Niyamat Ullah Al Amin

A Writer

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply