একজন প্রফেসর মীর হাসান আলি (নিভৃতে ইসলাম এর সেবায় নিয়োজিত এবং মানুষ ও জাতি গড়ার একজন পথপ্রদর্শকের নাম)
————————————————–
# এপ্রিল ১৫, ২০২২
ঢাকার বংশালের সাতরওজায় খানকায়ে নকসাবন্দিয়া আবুল উলাইয়ার একজন বুযুর্গ , আধ্যাত্বিক সাধক ,বিদগ্ধ ও নিভৃতচারি ওলি প্রফেসর হযরত মীর হাসান আলি (কু:সে:আ) হুজুর দীর্ঘদিন শারিরীক অসুস্থতায় হলি ফ্যমিলি হাসপাতালে চিকিৎসাধীন থেকে ১২ রমজান পরিবার, ভক্ত ও আশেকানদের রেখে ইন্তেকাল করেন।
# অক্টবর ০৫ , ২০১৯
আমি প্রফেসর হযরত মীর হাসান আলি হুজুরের বাসায় গিয়েছিলাম ও আমার লেখা মোর্সেদরূপে হাবিবে রাসূল নামক কবিতা তাঁকে উৎসর্গ করেছিলাম। কবিতাটি নিচে তুলে দিলাম:
#
মোর্শেদরূপে হাবীবে রাসূল
————————
আপনারই পথে পথিক হয়ে থাকব চিরকাল
এই আকাঙ্খাই আমার রাসূল সাল্লাল্লাহো আলাইহে ওয়া সাল্লাম।
মোর্শেদ মেনে অন্তরে তাঁর গড়েছি স্থান
কুরআন বলে মুমিনের অন্তর আরশের মোকাম।
নি:শ্বাসে স্রস্টা- প্রস্বাসে স্রস্টা , প্রভু নামদার
দেহতত্ত্বের আপনি মালিক রাসূল সাল্লাল্লাহো আলাইহে ওয়া সাল্লাম।
তুচ্ছ আমি জঘন্য হয়ে কাটিয়াছি বহুকাল
মোর্শেদরূপে দেখা দিয়ে করেছেন আমায় মানুষরূপী প্রাণ ।
স্রস্টার স্বরূপ অনুধাবণ করেছি, পেয়েছি তাঁর প্রমাণ
আপনি তাঁর ‘হাবীব’ হয়ে উজ্জ্বল হল দো-জাহান ।
মাটির দেহে বসত করে জীবাণু ও পাপ
রাসূলরূপী মোর্শেদের নূরে অমর হল ক্ষীণপ্রাণ।
আমার কী আর সাধ্য আছে স্রস্টাকে দেখার
রাসূলরূপে মোর্শেদকে পেয়ে ধন্য আমার প্রাণ।
———————————————–
#
প্রফেসর মীর হাসান আলি হলেন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মাদ্রাসা বোর্ডের সাব রেজিস্টার সহ কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগিয় প্রধান হিসাবে অবসর গ্রহন করেন এবং তাঁর লেখা ফার্সি থেকে বাংলায় রূপান্তর করা অনেক বই (মাকতুবাতে সাদি , মাকতুবাতে দো সাদি , তওফিকুল হেদায়াত উল্লেখযোগ্য) মানুষকে তাসাঊফ ও মারিফতের ঞ্জানকে বুঝাতে সহায়তা করেছে। শুধু তাই নয় তিনি মাদ্রাসা বোর্ডের সাব রেজিস্টার থাকাকালিন সাল 1972 – 1973 এ সারা দেশব্যাপি অনেক মাদ্রাসাকে সরকারিকরন সহ অনেক মাদ্রাসা প্রতিষ্ঠায় সরকারিভাবে সহায়তা করেছিলেন । শুধু তাই নয়,তিনি কর্মজীবনে কখনও অসততার আশ্রয় নেননি তিঁনি পরিবারের সবাইকে মানুষ করেছেন জীবনের শেষটুকু দিয়ে। তিনি ব্যক্তিগত উদ্যোগ ও অর্থে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন কখনো তাঁর মুরিদদের বা অনুসারিদের থেকে কোন টাকা বা সাহায্য ছাড়াই। ব্যক্তিজীবনে তিনি ৩ ছেলে ও ১ জন কন্যা সন্তানের জনক ছিলেন ।
#
আমি মানুষ ও জাতি গড়ার মহান প্রত্যয়ের সাথে সারাজীবণ অতিবাহিত করা প্রফেসর হযরত মীর হাসান আলি হুজুরের একজন ছাত্র,মুরিদ,ভক্ত/আশেকান ও শুভাকাঙ্খি হিসাবে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য ও তাঁর পরিবারের ওপর রহমতের ও সমৃদ্ধির জন্য বারে এলাহির দরবারে মনের অন্ত:স্থল থেকে দোয়া কামনা করি।
– জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
আরো পড়ুন-
- আদম আঃ এর সন্তানদের নামের তালিকা
- আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী
- হযরত উসমানের শাসন পদ্ধতি
- নমরুদের অগ্নিকুন্ড ও ইব্রাহিম আঃ কাহিনী
- হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী গ্রন্থ

চমৎকার লেখনী
অনেক কিছু জানলাম
ভালো লিখেছেন কবি