ওগো নীল দুটি পাখি
কত ভালবাসি আমি তোমাকে কেমন করে বোঝাব! তোমাকে দেখলে কিছুই ভাল লাগেনা। ভাল লাগেনা ফুল, পাখি, নদীর ঢেউ, এমনকি আকাশের তারাও ভাল লাগেনা।
তোমাকে এত ভালবাসি কেন বলতে পারবে?
জানি তুমি পারবেনা।তাইতো তোমায় জীবন দিয়ে ভালবাসি।
তোমাকে ভালবেসে যদি মরণ হয় মরব।তবুও তোমাকে ভালবেসে যাব।তুমি যে আমার সেই গান যে গানের কোন শেষ নেই।
তোমাকে আমি স্বপ্নে দেখেছি হাজার বছর। আজ পেয়েছি। মনে হচ্ছে সারা পৃথিবীটাই পেয়ে গেছি।
যদি কোনদিন আমাকে মনে পড়ে তাজমহলের কাছে গিয়ে তাজমহলকে বোলো, আমি তাকে ভালবেসেছি।আমার এ জীবনে চাওয়ার আর কিছুই থাকবেনা।
এত যে করবি
নীল আকাশ আরো নীল হল;
তুমি আমার হলে।
সেই কথাটি খুব মনে পড়ে।
সেই কথাটি মনে পড়লে আমি কোথায় যেন হারিয়ে যাই।
এমন একটি দিন যদি আবার আসত।
স্বর্গের অপ্সরী
স্বর্গের অপ্সরী নেমে এল ভবে
আমি যে দিশেহারা হয়ে গেছি তবে
পাখিরা মেতেছে তাই কলরবে।
ধরনীতে ফুটেছে এ কোন গোলাপ
চারিদিকে চলছে প্রেম আলাপ।
একা একা তার সাথে হয় কথা বলা
স্বপ্নের মাঝে চলে লেন-দেন খেলা।
শনশন ভনভন এ কোন আওয়াজ
চারিদিকে কিসের ঢোল বাজছে আজ।
মৌমাছি ছেড়ে সকল কাজ
উদ্দাম নৃত্যে হয়েছে নিলাজ।
যদি তিনি আনমনে একবার হাসেন
চাঁদ-তারা করে যে তার প্রেমে ধ্যান।
যদি তিনি কভু আকাশ পানে চান
আকাশ হয়ে যায় নীল আসমান।
যদি আমি এ জগতে তাকে নাহি পাব
পরজগতে গিয়ে বাসর সাজাব।
সেই দিন হবে মোর বড় মধুর দিন
যেদিনের জন্য অপেক্ষা করে চাতকী, হরিণ।
তুমি শুধু তুমি -২
তোমার আগে কেউ আছে?
না।
তোমার পরে কেউ আছে?
না।
তুমি শুধুই তুমি।
এমনি করে তুমি চিরদিন তুমি থেকো।
ভালবাসি-৩
গুনগুন করে গান গয় কে?
পাখি।
গান গেয়ে সে কি বলে?
আমি তোমাকে ভালবাসি।
আমিও তোমাকে ভালবাসি, তুমি কি আমাকে ভালবাসবে?
আরো পড়ুন-
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- স্যামন মাছ
- সয়া সসের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা