0
নদীর জলে বিলীন হলো
বসত ভিটা …ঘর,
মনের মাঝে ক্ষতের চিহ্ন
নদী ভাবলো পর।
উত্তাল নদীর করাল গ্ৰাসে
জীবন বিষাদ ময়,
চোখের কোণে অশ্রূ ধারায়
প্রশ্নের উদায় হয়।
গাছের ছাঁয়ায় ধনী গরীব
কাঁটায় দিবা রাত,
জীবন মরণ বাঁচার লড়াই
ক্ষুধার কষ্টে কাত।
ক্ষুধার জ্বালায় কাতর চিত্তে
কাটায় জীবন রোজ,
নদীর ভাঙন গরীব দুঃখীর
নাইবা জোটে ভোজ।
নদীর ভাঙন জমি- জায়গা
নদীর গর্ভে…. রয়,
নিরন্ন ওই মানুষ গুলোর
জীবন আঁধার ময়।
বানভাসি ওই মানুষ গুলোর
কষ্টের সেমা.. নাই,
নদীর হিংস্র ছোবল থেকে
বাঁচতে মোরা.. চাই।
নদীর ভাঙন তান্ডব লীলায়
দেখায় নির্মম রূপ,
ভাঙন খেলায় বিপন্ন হয়
যেনো মরণ ..কুপ।
নদীর ভাঙন রোধের আর্জি
চাই যে সঠিক বাঁধ,
সোনার ফসল ফলায় আনবো
মিটবে মনের সাধ।
আরো পড়ুন-

0