করাল গ্রাসী নদী

0

নদীর জলে বিলীন হলো
বসত ভিটা …ঘর,
মনের মাঝে ক্ষতের চিহ্ন
নদী ভাবলো পর।

উত্তাল নদীর করাল গ্ৰাসে
জীবন বিষাদ ময়,
চোখের কোণে অশ্রূ ধারায়
প্রশ্নের উদায় হয়।

গাছের ছাঁয়ায় ধনী গরীব
কাঁটায় দিবা রাত,
জীবন মরণ বাঁচার লড়াই
ক্ষুধার কষ্টে কাত।

ক্ষুধার জ্বালায় কাতর চিত্তে
কাটায় জীবন রোজ,
নদীর ভাঙন গরীব দুঃখীর
নাইবা জোটে ভোজ।

নদীর ভাঙন জমি- জায়গা
নদীর গর্ভে…. রয়,
নিরন্ন ওই মানুষ গুলোর
জীবন আঁধার ময়।

বানভাসি ওই মানুষ গুলোর
কষ্টের সেমা.. নাই,
নদীর হিংস্র ছোবল থেকে
বাঁচতে মোরা.. চাই।

নদীর ভাঙন তান্ডব লীলায়
দেখায় নির্মম রূপ,
ভাঙন খেলায় বিপন্ন হয়
যেনো মরণ ..কুপ।

নদীর ভাঙন রোধের আর্জি
চাই যে সঠিক বাঁধ,
সোনার ফসল ফলায় আনবো
মিটবে মনের সাধ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস পর্ব এগারো মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এগারো" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ ঝুমার বিয়ে হলো প্রায় সপ্তাহ খানেক হলো।স্বামী রিফাত আলম

লিখো নিয়ম মেনে

  ছড়া লিখতে আগে শিখুন অক্ষর কাকে বলে, মাত্রা নিয়ম জানতে হবে ছন্দে লিখতে হলে।   মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর

ফুল (১১)

শুধু তোমার জন্য জীবন, তোমার জন্য মরণ সেই তুমি আমাকে ভালবাসনা তাহলে?  মরণ এন্ড মরণ একবার যদি বলতে আমায় ভালবাসি

সম্যক প্রয়াস

পৃথিবী আজ বদলে যাচ্ছে ভীষণ দুর্দম... রূপে, উদ্ভিদ প্রাণী হুমকির মুখে উষ্ণতার গ্ৰাস কুপে। আজ জলবায়ু পাল্টে যাচ্ছে বরফ যাচ্ছে

Leave a Reply