গুণেই সৌরভ

play icon Listen to this article
0

 

ধার্মিক সাজো ধর্মের বেশে
হারাম খেয়ে চলো,
নিজের সুখটা খুঁজতে গিয়ে
মিথ্যা কথা বলো।

হারাম খেতে পাওনা লজ্জা
অসৎ কর্ম ফলে,
ঈমান মজবুত ভাবো আবার
ক্যামনে ধার্মিক হলে।

দুর্বল ভেবে করছো আঘাত
নিচ্ছো কেড়ে সবি,
ধর্মের লেবাস ধারণ করলে
ফুটাও রূপে ছবি।

অন্তর শূন্য….ধর্মের ভাবনা
ধর্মের পর্দা নিয়ে,
চাল-চলনে ..আচার স্বভাব
অসৎ কর্ম দিয়ে।

এমন গুণের ধার্মিক মানব
ধর্মের থেকে দূরে,
শেষের বেলা বাড়বে দহন
অন্তর যাবে পুড়ে।

ধার্মিক গুণেই সৌরভ ছড়ায়
দুর্গন্ধ তো নহে,
সঠিক ধার্মিক সেই তো মানব
গুণে সৌরভ বহে।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রমজান

মুমিন বান্দার মাঝে আসলো বছর ঘুরে রোজা, নেক আমলে ভরবে জীবন কমবে পাপের বোঝা। রমজান মাসে ফরজ রোজা রাখে মুমিন

ফেনী জেলার ভৌগোলিক বিবরণ

বাংলা দেশের দক্ষিণ - পূর্বভাগে অবস্থিত হচ্ছে ফেনী জেলা। বৃহত্তর নোয়াখালীর পূর্ব দিকে ফেনী শহরকে ভূখণ্ড হিসাবে অধিকতর প্রাচীন বলে

রমজানের ফজিলত ও গুরুত্ব এবং আমল

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব এবং আমল মহান আল্লাহ তায়ালা রমজান মাসকে অন্যান্য মাসের উপর ফজিলত ও বিশেষত্ব দিয়েছেন। এ

যুগ-যুগান্তর ধরে

মানুষ বিশাল প্রাণের মাঝে যুগ-যুগান্তর ধরে, অতৃপ্তির ওই অধীর আগ্রহে নতুন সন্ধান করে। কোনো ভাবেই হয় না পূরণ প্রাপ্তীর প্রাপ্তে

Leave a Reply