0
ধার্মিক সাজো ধর্মের বেশে
হারাম খেয়ে চলো,
নিজের সুখটা খুঁজতে গিয়ে
মিথ্যা কথা বলো।
হারাম খেতে পাওনা লজ্জা
অসৎ কর্ম ফলে,
ঈমান মজবুত ভাবো আবার
ক্যামনে ধার্মিক হলে।
দুর্বল ভেবে করছো আঘাত
নিচ্ছো কেড়ে সবি,
ধর্মের লেবাস ধারণ করলে
ফুটাও রূপে ছবি।
অন্তর শূন্য….ধর্মের ভাবনা
ধর্মের পর্দা নিয়ে,
চাল-চলনে ..আচার স্বভাব
অসৎ কর্ম দিয়ে।
এমন গুণের ধার্মিক মানব
ধর্মের থেকে দূরে,
শেষের বেলা বাড়বে দহন
অন্তর যাবে পুড়ে।
ধার্মিক গুণেই সৌরভ ছড়ায়
দুর্গন্ধ তো নহে,
সঠিক ধার্মিক সেই তো মানব
গুণে সৌরভ বহে।
আরো দেখুন-
- নতুন মোবাইল ঘড়ির দাম
- প্রবন্ধ লেখার নিয়ম
- শর্করা জাতীয় খাবার
- অনলাইনে বই কেনার ওয়েবসাইট
- ক্রিকেটে আউট কত প্রকার?
0