1
যেখানে এই জীবন-ই আমার না!
সালাত, কুরবানীর সম্পূর্ণ হক তার!
জন্ম থেকে মৃত্যু অবধি বা
পরবর্তী জগতের
অজানা যুগের
অথবা তারও ‘পরে
সমগ্র কর্তৃত্ব তাঁর, অধিকার তার!
আস সাকুর, আল ওয়াদুদ, যিনি
আমার সমস্থ চিন্তা ধারা পাল্টে দিলেন, ফলাফল-
দুনিয়ার সব ‘না পাওয়া’ অর্থপূর্ণ হয়ে গেল!
আমার মনটা একদম শান্ত হয়ে গেল!
সব অভিযোগ থেকে আমাকে মুক্তি দিলেন!
এতো অনিরাপত্তার নিরাপত্তা দিলেন!
তাকেই শুধু জানলাম
তাতেই ভরসা করলাম
অপেক্ষায় রইলাম…
✍️ মোঃ তানহীর হোসাইন

1