1
তুমি আর আমি,একই সুতোয় গাঁথা
বিধাতার সংস্পর্শে,
হয়েছি, কবিতার পাতা
তুমি আর আমি,একই গানের সুর
বিধাতার সংস্পর্শে,
দু’জন মিলে হারায় বহুদূর।
তুমি আর আমি,একই গাছের ফুল
বিধাতার সংস্পর্শে,
আবেগে খায় দুল।
তুমি আর আমি,নাটালি সুতোয় ঘুড়ি
বিধাতার সংস্পর্শে,
দূর আকাশে ওড়ি।
তুমি আর আমি,যতটুকু চাই
বিধাতার সংস্পর্শে,
ঠিক ততটুকুই পাই।
তুমি আর আমি,ঝগড়ায় মাতি অল্প
বিধাতার সংস্পর্শে,
হয়ে যাই প্রেমের গল্প।
তুমি আর আমি,উনার ভরসায় আছি
বিধাতার সংস্পর্শে,
এভাবেই যেনো বাঁচি!
যুগের পর যুগ,বছরের পর বছর।
আরো পড়ুন-
1
খুব ভালো লাগলো।
সুন্দর লিখেছেন