তুমি আর আমি

1

তুমি আর আমি,একই সুতোয় গাঁথা
বিধাতার সংস্পর্শে,
হয়েছি, কবিতার পাতা
তুমি আর আমি,একই গানের সুর
বিধাতার সংস্পর্শে,
দু’জন মিলে হারায় বহুদূর।
তুমি আর আমি,একই গাছের ফুল
বিধাতার সংস্পর্শে,
আবেগে খায় দুল।
তুমি আর আমি,নাটালি সুতোয় ঘুড়ি
বিধাতার সংস্পর্শে,
দূর আকাশে ওড়ি।
তুমি আর আমি,যতটুকু চাই
বিধাতার সংস্পর্শে,
ঠিক ততটুকুই পাই।
তুমি আর আমি,ঝগড়ায় মাতি অল্প
বিধাতার সংস্পর্শে,
হয়ে যাই প্রেমের গল্প।
তুমি আর আমি,উনার ভরসায় আছি
বিধাতার সংস্পর্শে,
এভাবেই যেনো বাঁচি!
যুগের পর যুগ,বছরের পর বছর।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

Author: মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানায় বৃন্দাগড় গ্রামে ১৯৯৫ সালে নানার বাড়িতে জন্মগ্রহণ করি,দুই ভাই ও দুই বোনের মধ্যে আমি সবার বড়, ২০১১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাস করি ও ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা করি,বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কবিতা লেখা আমার নেশা ও পেশা বলতেই পারেন। বর্তমানে আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক বাড়িতে জীবন যাপন করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

2 Replies to “তুমি আর আমি”

Leave a Reply