তুমি কখনও জানতে চাওনি তুমি কত সুন্দর।
তাইতো তুমি জানতে পারনি তুমি কত সুন্দর।
তুমি সুন্দর আকাশের মত যে আকাশ অনেক সুন্দর করে হাসে।
হাসতে হাসতে সে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবনা।
সেই থেকে আমি তাকে ভালবাসি।
এখন আমার একটি দিনও তাকে ছাড়া কাটেনা।
তাকে একদিন না দেখলে মনে হয় হাজার দিন দেখিনি।
সে রোজ রাতে আমাকে ফুল দিয়ে যায়।
সে ফুলে গন্ধরাজের নক্তা জড়ানো থাকে।
সে নক্তা যে কত মনহরা তা যদি কেউ জানত।
তাইতো তোমাকে আমি ভালবাসি।
তুমি আমাকে কি দেবে বল।
তুমি আমাকে নীল সাগরের পানি উপহার দেবে?
না তুমি আমাকে নীল সাগরের পানি উপহার দিওনা
সে পানিতে নোনা ছড়ানো আছে।
তুমি সাত পাহাড়ের কাছ থেকে কিছু মুক্তো কেড়ে নিয়ে এনে দিও।
আমি যে সে মুক্তো বড় ভালবাসি।
সে মুক্তো যদি কেউ আমাকে না দেয়
আমি তার নাম আমার হলুদ ডায়েরীতে লিখে রাখি।
কাজেই তুমি আমাকে সে মুক্তো দিয়ো
আমি তোমার নাম আমার খয়েরী রংয়ের ডায়রীতে লিখব।
আরো পড়ুন-
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন
- গোলাপ ফুলের ছবি
- লেখক শব্দের অর্থ কি?
- শর্করা জাতীয় খাবার কি কি?
- কর শব্দের অর্থ কি?

ভাষাগুলো দারুণ!
ধন্যবাদ। অনেক ভাল থাকুন।