তোমাকেই শুধু চাই

play icon Listen to this article
0

তুমি কখনও জানতে চাওনি তুমি কত সুন্দর।

তাইতো তুমি জানতে পারনি তুমি কত সুন্দর।

তুমি সুন্দর আকাশের মত যে আকাশ অনেক সুন্দর করে হাসে।

হাসতে হাসতে সে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবনা।

সেই থেকে আমি তাকে ভালবাসি।

এখন আমার একটি দিনও তাকে ছাড়া কাটেনা।

তাকে একদিন না দেখলে মনে হয় হাজার দিন দেখিনি।

সে রোজ রাতে আমাকে ফুল দিয়ে যায়।

সে ফুলে গন্ধরাজের নক্তা জড়ানো থাকে।

সে নক্তা যে কত মনহরা তা যদি কেউ জানত।

তাইতো তোমাকে আমি ভালবাসি।

তুমি আমাকে কি দেবে বল।

তুমি আমাকে নীল সাগরের পানি উপহার দেবে?

না তুমি আমাকে নীল সাগরের পানি উপহার দিওনা

সে পানিতে নোনা ছড়ানো আছে।

তুমি সাত পাহাড়ের কাছ থেকে কিছু মুক্তো কেড়ে নিয়ে এনে দিও।

আমি যে সে মুক্তো বড় ভালবাসি।

সে মুক্তো যদি কেউ আমাকে না দেয়

আমি তার নাম আমার হলুদ ডায়েরীতে লিখে রাখি।

কাজেই তুমি আমাকে সে মুক্তো দিয়ো

আমি তোমার নাম আমার খয়েরী রংয়ের ডায়রীতে লিখব।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম বড়ালী গ্রামের সর্দার বাড়ি।আমার আসল নাম, মোঃ আরিফ হোসেন সর্দার। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি।বর্তমানে ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

2 Replies to “তোমাকেই শুধু চাই”

Leave a Reply