0
গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস?
গরীব বলল, তুমি ধনী তাই।
আমি বললাম, আমাকে কিছু ধন দাও।
ধনী বলল, না তোমাকে ধন দেওয়া সম্ভব নয়।
আমি বললাম কেন?
বলল, তুমি গরীর।
আমি বললাম, ‘তুমি আসলে ধনী নয়,ধনী সেই জন যে মনের ধনে ধনী’।
সেই থেকে আমি ধনী হওয়ার চেষ্টা করছি। যদি কোনদিন ধনী হতে পারি তাহলে সব ধন অকাতরে বিলিয়ে দেব।কারন, মনের ধনে ধনী না হলে যে ধনী হওয়া যায়না।
একদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম, কেউ কোনদিন ধনী ছিল।বলল, হ্যাঁ, হাজী মোহাম্মদ মোহাফিজ ধনী ছিল। তিনি তার সব ধন অকাতরে বিলিয়ে দিতেন।
আমিও হাজী মোহাম্মদ মোহাফিজ হওয়ার চেষ্টা করব, দেখব ধনী হতে পারি কিনা।
আরো পড়ুন-
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- স্যামন মাছ
- সয়া সসের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা
0
হাজী মুহাম্মদ মহসিন ধনী ছিলেন। কবিতার ভাবনা সুন্দর। আরো বেশী বেশী চর্চা করুন।
ভুল ধরার কোন প্রবণতা দেখাবেননা।কোন প্রকার নেগেটিভ মন্তব্য দেওয়ার ইচ্ছা থাকলে আমার পাতায় না আসার অনুরোধ রইল। আমি পরবর্তীতে এ রকম কোন প্রচেষ্টা দেখলে কর্তৃপক্ষকে জানাব।