ধনী

play icon Listen to this article
0

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস?

গরীব বলল, তুমি ধনী তাই।

আমি বললাম, আমাকে কিছু ধন দাও।

ধনী বলল, না তোমাকে ধন দেওয়া সম্ভব নয়।

আমি বললাম কেন?

বলল, তুমি গরীর।

আমি বললাম, ‘তুমি আসলে ধনী নয়,ধনী সেই জন যে মনের ধনে ধনী’।

 

সেই থেকে আমি ধনী হওয়ার চেষ্টা করছি। যদি কোনদিন ধনী হতে পারি তাহলে সব ধন অকাতরে বিলিয়ে দেব।কারন, মনের ধনে ধনী না হলে যে ধনী হওয়া যায়না।

একদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম, কেউ  কোনদিন ধনী ছিল।বলল, হ্যাঁ, হাজী মোহাম্মদ মোহাফিজ ধনী ছিল। তিনি তার সব ধন অকাতরে বিলিয়ে দিতেন।

আমিও হাজী মোহাম্মদ মোহাফিজ হওয়ার চেষ্টা করব, দেখব ধনী হতে পারি কিনা।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

রেড শার্ট টি

Author: রেড শার্ট টি

আমার জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম বড়ালী গ্রামের সর্দার বাড়ি।আমার আসল নাম, মোঃ আরিফ হোসেন সর্দার। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি।বর্তমানে ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তোমার মাঝে আমার লীলা হবে

তোমার আকাশে কয়টি তারা?  সাতটি তারা।এই সাতটি তারা তুমি কাউকে দিয়েছ?  না।তাইতো তুমি সুন্দর। এবার বল এই সাতটি তারা আমাকে

2 Replies to “ধনী”

    1. ভুল ধরার কোন প্রবণতা দেখাবেননা।কোন প্রকার নেগেটিভ মন্তব্য দেওয়ার ইচ্ছা থাকলে আমার পাতায় না আসার অনুরোধ রইল। আমি পরবর্তীতে এ রকম কোন প্রচেষ্টা দেখলে কর্তৃপক্ষকে জানাব।

Leave a Reply