ধনী

0

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস?

গরীব বলল, তুমি ধনী তাই।

আমি বললাম, আমাকে কিছু ধন দাও।

ধনী বলল, না তোমাকে ধন দেওয়া সম্ভব নয়।

আমি বললাম কেন?

বলল, তুমি গরীর।

আমি বললাম, ‘তুমি আসলে ধনী নয়,ধনী সেই জন যে মনের ধনে ধনী’।

 

সেই থেকে আমি ধনী হওয়ার চেষ্টা করছি। যদি কোনদিন ধনী হতে পারি তাহলে সব ধন অকাতরে বিলিয়ে দেব।কারন, মনের ধনে ধনী না হলে যে ধনী হওয়া যায়না।

একদিন আমি একজনকে জিজ্ঞেস করলাম, কেউ  কোনদিন ধনী ছিল।বলল, হ্যাঁ, হাজী মোহাম্মদ মোহাফিজ ধনী ছিল। তিনি তার সব ধন অকাতরে বিলিয়ে দিতেন।

আমিও হাজী মোহাম্মদ মোহাফিজ হওয়ার চেষ্টা করব, দেখব ধনী হতে পারি কিনা।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

2 Replies to “ধনী”

    1. ভুল ধরার কোন প্রবণতা দেখাবেননা।কোন প্রকার নেগেটিভ মন্তব্য দেওয়ার ইচ্ছা থাকলে আমার পাতায় না আসার অনুরোধ রইল। আমি পরবর্তীতে এ রকম কোন প্রচেষ্টা দেখলে কর্তৃপক্ষকে জানাব।

Leave a Reply