ধূমপান

0

ধূমপান বিষ পান জেনে রাখো ভাই,

ধূমপান বিষয়ে কোনো রক্ষা নাই,

ধূমপানে ক্যান্সার,

ধূমপানেই আলসার,

ধূমপানের বিষ ধোঁয়ার পরিবেশ দূষিত,

দূষণেতে আমরাও হয়ে যায় রোগাক্রান্ত।

ধূমপানের টাকা নষ্ট,

ধূমপানের জীবন চাই,

ধূমপানের দুর্গন্ধ,

ধূমপানের কোন আনন্দ নাই।

এসো হে ধুমপায়ী ধূমপান ছাড়ি,

ধূমপান ছেড়ে আবার নতুন জীবন গড়ি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

2 Replies to “ধূমপান”

Leave a Reply