ধূমপান

play icon Listen to this article
0

ধূমপান বিষ পান জেনে রাখো ভাই,

ধূমপান বিষয়ে কোনো রক্ষা নাই,

ধূমপানে ক্যান্সার,

ধূমপানেই আলসার,

ধূমপানের বিষ ধোঁয়ার পরিবেশ দূষিত,

দূষণেতে আমরাও হয়ে যায় রোগাক্রান্ত।

ধূমপানের টাকা নষ্ট,

ধূমপানের জীবন চাই,

ধূমপানের দুর্গন্ধ,

ধূমপানের কোন আনন্দ নাই।

এসো হে ধুমপায়ী ধূমপান ছাড়ি,

ধূমপান ছেড়ে আবার নতুন জীবন গড়ি।

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afroza Akter

Author: Afroza Akter

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রমজান

মুমিন বান্দার মাঝে আসলো বছর ঘুরে রোজা, নেক আমলে ভরবে জীবন কমবে পাপের বোঝা। রমজান মাসে ফরজ রোজা রাখে মুমিন

ফেনী জেলার ভৌগোলিক বিবরণ

বাংলা দেশের দক্ষিণ - পূর্বভাগে অবস্থিত হচ্ছে ফেনী জেলা। বৃহত্তর নোয়াখালীর পূর্ব দিকে ফেনী শহরকে ভূখণ্ড হিসাবে অধিকতর প্রাচীন বলে

রমজানের ফজিলত ও গুরুত্ব এবং আমল

রমজান মাসের ফজিলত ও গুরুত্ব এবং আমল মহান আল্লাহ তায়ালা রমজান মাসকে অন্যান্য মাসের উপর ফজিলত ও বিশেষত্ব দিয়েছেন। এ

যুগ-যুগান্তর ধরে

মানুষ বিশাল প্রাণের মাঝে যুগ-যুগান্তর ধরে, অতৃপ্তির ওই অধীর আগ্রহে নতুন সন্ধান করে। কোনো ভাবেই হয় না পূরণ প্রাপ্তীর প্রাপ্তে

One Reply to “ধূমপান”

Leave a Reply