0
ধূমপান বিষ পান জেনে রাখো ভাই,
ধূমপান বিষয়ে কোনো রক্ষা নাই,
ধূমপানে ক্যান্সার,
ধূমপানেই আলসার,
ধূমপানের বিষ ধোঁয়ার পরিবেশ দূষিত,
দূষণেতে আমরাও হয়ে যায় রোগাক্রান্ত।
ধূমপানের টাকা নষ্ট,
ধূমপানের জীবন চাই,
ধূমপানের দুর্গন্ধ,
ধূমপানের কোন আনন্দ নাই।
এসো হে ধুমপায়ী ধূমপান ছাড়ি,
ধূমপান ছেড়ে আবার নতুন জীবন গড়ি।
আরো পড়ুন-
0
দারুন
দারুণ