2
তোমাদের হাসিটাও যেন, শুধুমাত্র আমার কৃত্তিম সফলতা-তেই। বরাদ্দ করা আছে, সীমিত পরিসরে। তাতে আমার হাসি বিলুপ্তি ঘটুক না কেন!কেন জানি কড়া কথা ছাড়া অন্য কিছু তোমাদের মুখে খুব একটা দেখা যায় না। ইদানীং কেমন যেন বদলে গেছো৷ পুরোপুরি ভাবে মিশে গেছো সমাজের যত সব বিষাক্ত নিয়ম এর সাথে৷ তোমাদের শিরা উপশিরায় এখন বিদ্যামান বিলাসিতার আকাঙ্ক্ষা।
কংক্রিটের তৈরি এই শহড়টায় যান্ত্রিক তোমরা। আমার ইচ্ছে ঘুড়ির সুতো কেটে দিয়ে সেই সুতোর বাধনেই আমায় পরজীবী করে রেখেছো।
ভুলে গেছো আমায় ভালোবাসতে! হুট করে এক ধাক্কায় যে একা করে দিয়েছো, বড্ড একা!!!!-মেহউইশ
2
(Visited 88 times, 1 visits today)
আরো লেখা খুঁজুন