বাস্তবটা তিক্ত

play icon Listen to this article
2

তোমাদের হাসিটাও যেন, শুধুমাত্র আমার কৃত্তিম সফলতা-তেই। বরাদ্দ করা আছে, সীমিত পরিসরে। তাতে আমার হাসি বিলুপ্তি ঘটুক না কেন!কেন জানি কড়া কথা ছাড়া অন্য কিছু তোমাদের মুখে খুব একটা দেখা যায় না। ইদানীং কেমন যেন বদলে গেছো৷ পুরোপুরি ভাবে মিশে গেছো সমাজের যত সব বিষাক্ত নিয়ম এর সাথে৷ তোমাদের শিরা  উপশিরায় এখন বিদ্যামান বিলাসিতার আকাঙ্ক্ষা।

কংক্রিটের তৈরি এই শহড়টায় যান্ত্রিক তোমরা। আমার ইচ্ছে ঘুড়ির সুতো কেটে দিয়ে সেই সুতোর বাধনেই আমায় পরজীবী করে রেখেছো।

ভুলে গেছো আমায় ভালোবাসতে! হুট করে এক ধাক্কায় যে একা করে দিয়েছো, বড্ড একা!!!!-মেহউইশ
Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

মেহউইশ আনান ইশআত

Author: মেহউইশ আনান ইশআত

আমরা লেখার মাধ্যমে জীবনের স্বাদ দুবার নিতে পারি । একটা হলো বর্তমান মুহুর্তের স্বাদ আরেকটি হলো অতীতের স্বাদ ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মা- ৭

সবার আগে কি? মা।সবার পরে কি? মা। মা কি জিনিস? মা হল সেই জন যে মা হয়ে বাঁচে। আজ আমার

নাম নিয়ে আছি

আমার আমিকে আমি চিনি কিভাবে?  আমার একটি নাম আছে সে নাম দিয়ে। সে নাম  কি 'সুন্দর'? হ্যাঁ, 'সুন্দর'। তাইতো আমি

ফুল- ৯

তোমরা যদি কখনও আমাকে পথের ধারে ফুল তুলতে দেখ তোমরা আমাকে বোলো, 'তুমি এখানে কেন?  তোমার কাজ তো মানুষের সেবা

উল্টা

যদি সূর্য পশ্চিম দিকে উদয় হত আর পূর্ব দিকে অস্ত যেত তাহলে কি হত? পৃথিবী উল্টে যেত। আজ কি পৃথিবী

One Reply to “বাস্তবটা তিক্ত”

Leave a Reply