বাস্তবটা তিক্ত

2

তোমাদের হাসিটাও যেন, শুধুমাত্র আমার কৃত্তিম সফলতা-তেই। বরাদ্দ করা আছে, সীমিত পরিসরে। তাতে আমার হাসি বিলুপ্তি ঘটুক না কেন!কেন জানি কড়া কথা ছাড়া অন্য কিছু তোমাদের মুখে খুব একটা দেখা যায় না। ইদানীং কেমন যেন বদলে গেছো৷ পুরোপুরি ভাবে মিশে গেছো সমাজের যত সব বিষাক্ত নিয়ম এর সাথে৷ তোমাদের শিরা  উপশিরায় এখন বিদ্যামান বিলাসিতার আকাঙ্ক্ষা।

কংক্রিটের তৈরি এই শহড়টায় যান্ত্রিক তোমরা। আমার ইচ্ছে ঘুড়ির সুতো কেটে দিয়ে সেই সুতোর বাধনেই আমায় পরজীবী করে রেখেছো।

ভুলে গেছো আমায় ভালোবাসতে! হুট করে এক ধাক্কায় যে একা করে দিয়েছো, বড্ড একা!!!!-মেহউইশ

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

মেহউইশ আনান ইশআত

Author: মেহউইশ আনান ইশআত

আমরা লেখার মাধ্যমে জীবনের স্বাদ দুবার নিতে পারি । একটা হলো বর্তমান মুহুর্তের স্বাদ আরেকটি হলো অতীতের স্বাদ ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

One Reply to “বাস্তবটা তিক্ত”

Leave a Reply