বাস্তবটা তিক্ত

2

তোমাদের হাসিটাও যেন, শুধুমাত্র আমার কৃত্তিম সফলতা-তেই। বরাদ্দ করা আছে, সীমিত পরিসরে। তাতে আমার হাসি বিলুপ্তি ঘটুক না কেন!কেন জানি কড়া কথা ছাড়া অন্য কিছু তোমাদের মুখে খুব একটা দেখা যায় না। ইদানীং কেমন যেন বদলে গেছো৷ পুরোপুরি ভাবে মিশে গেছো সমাজের যত সব বিষাক্ত নিয়ম এর সাথে৷ তোমাদের শিরা  উপশিরায় এখন বিদ্যামান বিলাসিতার আকাঙ্ক্ষা।

কংক্রিটের তৈরি এই শহড়টায় যান্ত্রিক তোমরা। আমার ইচ্ছে ঘুড়ির সুতো কেটে দিয়ে সেই সুতোর বাধনেই আমায় পরজীবী করে রেখেছো।

ভুলে গেছো আমায় ভালোবাসতে! হুট করে এক ধাক্কায় যে একা করে দিয়েছো, বড্ড একা!!!!-মেহউইশ

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

মেহউইশ আনান ইশআত

Author: মেহউইশ আনান ইশআত

আমরা লেখার মাধ্যমে জীবনের স্বাদ দুবার নিতে পারি । একটা হলো বর্তমান মুহুর্তের স্বাদ আরেকটি হলো অতীতের স্বাদ ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

নাজাত পাবে সবে

নাজাত পাবে সবে মোঃ রুহুল আমিন আরব দেশে মুরুর বুকে এলো নূরের নবী, সেই খুশিতে ঝলমলে রয় সারা জাহান সবি।

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার দক্ষিণ গদাইপুর গ্ৰামে ২২ অক্টোবর ১৯৮৭ ইংরেজি

One Reply to “বাস্তবটা তিক্ত”

Leave a Reply