0
একদিনে কি ভালবাসা হয়? না, একদিনে ভালবাসা হয়না।কতদিন ভালবাসতে হয়? ভালবাসতে হয় হাজার বছর। তাহলে আমাকে আরো কতদিন ভালবাসতে হবে? আমাকে আরো অন্তত দশ হাজার বছর ভালবাসতে হবে। দশ হাজার বছর ভালবাসলে কি হবে? সে ( কোন একজনা) আমার সবচেয়ে আপন হবে । কবে সে আমার সবচেয়ে আপন হবে? কবে আমি বলতে পারব, ও ছাড়া আমার কিছুই ভাল লাগেনা?
জানি সে দিন’ কোনদিনই আসবেনা, কারন, এই যে দশহাজার বছরের সঙ্গা এটা সম্পূর্ণ ভুল।কারন, দশ হাজার বছর ভালোবসে কেউ কারো আপন হতে পারেনি।তাহলে আমাকে কত বছর ভালবাসতে হবে? সত্তর হাজার বছর। আমি কবে সেই সত্তর হাজার বছর ভালবাসব?
আরো পড়ুন-

0