মদনে ভরা সমাজ

0

মদন নামের একটি ছেলের
বলবো কথা তাঁর,
সব বিষয়ে অধিক জ্ঞানের
তকমা আছে যার।

নিজের জ্ঞানটা সঠিক ভাবে
অন্যের ধরে ভুল,
কথার প্যাচে যুক্তি দেখায়
ফুটায় যেন হুল।

মদন গুণের বিদ্যাহীন ওই
মানুষগুলো ভাই,
লোক সমাজে দেখছি ওদের
কেনো জুড়ি নাই।

অল্প বিদ্যা….. ভয়ংকর যে
এমনি বলে নাই,
লোক সমাজে বিদ্যাহীনদের
পর্ব দেখতে পাই।

সব বিষয়ে পারদর্শীতার
বিষয়ে তর্কে যায়,
যুক্তি তর্কের দলিল দিয়ে
চলতে যেনো চায়।

কোনো ভাবেই হারতে নারাজ
অটল যেন জ্ঞান,
নিজের জ্ঞানটা সঠিক ভেবেই
চাচ্ছে নিজের মান।

জ্ঞান গরিমায় ভীষণ পন্ডিত
অহংকারী ভাব,
নৈতিক শিক্ষার বড়োই অভাব
এমন গুণে স্বভাব।

বিদ্যান ব্যাক্তির অজ্ঞান ভাবে
তর্কে লিপ্ত হয়,
মদন জ্ঞানের জাহির করতে
পায়না কভু ভয়।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

Leave a Reply