0
মদন নামের একটি ছেলের
বলবো কথা তাঁর,
সব বিষয়ে অধিক জ্ঞানের
তকমা আছে যার।
নিজের জ্ঞানটা সঠিক ভাবে
অন্যের ধরে ভুল,
কথার প্যাচে যুক্তি দেখায়
ফুটায় যেন হুল।
মদন গুণের বিদ্যাহীন ওই
মানুষগুলো ভাই,
লোক সমাজে দেখছি ওদের
কেনো জুড়ি নাই।
অল্প বিদ্যা….. ভয়ংকর যে
এমনি বলে নাই,
লোক সমাজে বিদ্যাহীনদের
পর্ব দেখতে পাই।
সব বিষয়ে পারদর্শীতার
বিষয়ে তর্কে যায়,
যুক্তি তর্কের দলিল দিয়ে
চলতে যেনো চায়।
কোনো ভাবেই হারতে নারাজ
অটল যেন জ্ঞান,
নিজের জ্ঞানটা সঠিক ভেবেই
চাচ্ছে নিজের মান।
জ্ঞান গরিমায় ভীষণ পন্ডিত
অহংকারী ভাব,
নৈতিক শিক্ষার বড়োই অভাব
এমন গুণে স্বভাব।
বিদ্যান ব্যাক্তির অজ্ঞান ভাবে
তর্কে লিপ্ত হয়,
মদন জ্ঞানের জাহির করতে
পায়না কভু ভয়।
আরো পড়ুন-

0