0
কেন তোমাকে আমি ভালবাসি তা কি তুমি বলতে পারবে? জানি তুমি বলতে পারবেনা। তোমাকে ভালবাসি কারন, তুমি আমার সবচেয়ে সুন্দর গোলাপ ফুল। সেটি দিনরাত ফোটে আর বলে, ‘আমাকে আদর কর, আমাকে আদর কর’। আমি তাকে আদর না করে থাকতে পারিনা।
আমি একদিন তাকে বলেছিলাম, ‘তুমি যদি সিংহল নদীর পাড়ে যাও আমাকে সাথে নিও, আমি ভাল করে আদর করব’।কিন্তু সে নেয়না, এখন আমার তাকে আদর করতে মন চায়না।সে যদি আরো আদরনীয় হত আরো অনেক বেশি ভাল হতনা? ‘আদরকে আদর করতে কার না মন চায়?’
আরো পড়ুন-
- আয়হান নামের অর্থ কি?
- মন্ত্রী কাকে বলে?
- প্রবন্ধ লেখার নিয়ম
- স্যামন মাছ খেতে কেমন?
- পারিবারিক জীবিকা কাকে বলে?

0
অসাধারণ