রফিক আজাদের জীবনী

play icon Listen to this article
0

রফিক আজাদ ১৯৪১ সালে ফেব্রুয়ারি মাসের চৌদ্দ তারিখ টাঙ্গাইল জেলার জাহিদ গঞ্জের গুণী গ্রামে জন্মগ্রহণ করেন।

রফিক আজাদের পিতার নাম সালিম উদ্দিন খান এবং মাতার নাম রাবেয়া খান।

তিনি ১৯৫৯ সালে টাঙ্গাইলের ব্রাহ্মণশাসন উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পান।আর ১৯৬২ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ এবং ১৯৬৭ সালে রফিক আজাদ বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কর্ম জীবনে তিনি সাংবাদিকতা,অধ্যাপনা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।প্রেম, দ্রোহ ও প্রকৃতি নির্ভর কবিতার এক জগৎ সৃষ্টি করেন।

তার উল্লেখ যোগ্য কাব্য গুলো হলো ;”অসম্ভবের পায়ে”,” চুনিয়া আমার আর্কেডিয়া “,”সশস্ত্র সুন্দর “, ” হাতুড়ির নিচে জীবন “,” পরিকীর্ণ পানশালায় আমার স্বদেশ “,” অপর অরণ্যে “,” বিরিশিরি পর্ব “ইত্যাদি। সাহিত্যে  অসমান্য অবদানের জন্য তিনি আলাওল পুরষ্কার এবং বাংলা একাডেমি পুরষ্কার সহ অনেক পুরষ্কার এবং সম্মাননায় ভূষিত হন।

এই লেখক রফিক আজাদ ২০১৬ সালের ১২ই মার্চ মৃত্যুবরণ করেন।

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Related Posts

শান্তির ঘাঁটি

রোজার মাসের চাঁদ উঠেছে খুশি মুমিন বান্দা, ফরজ রোজা পালন করবে ছেড়ে সকল ধান্দা। প্রভুর হুকুম পালন করতে রাখে ফরজ

নারী পুরুষ

  মানুষ ভাবে…. দুই ভাগেতে নারী পুরুষ জাত, সমান ভাবে দেশের কাজে আছে সবার হাত। নারী পুরুষ মিলে লড়ছে বিভেদ

প্রতিশ্রুতি

মহান উত্তম শাবান মাসের শবে বরাত রাত, মুসলিম উম্মা আজ প্রার্থনায় উঠায় যে দুই হাত। জিকির তালিম মশগুল বান্দা গভীর

ধান্দায় খাচ্ছে লুটে

মানুষ বাঁচে একশো বছর কিংবা তাহার কম, নিজের নজির প্রকাশ করে ছাড়ে গর্বের দম। দিবস রাতে টাকার পিছে শুধুই মানুষ

Leave a Reply