রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবনী

play icon Listen to this article
0

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৬ই অক্টোবর মাসে ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বাগেরহাটের মোংলায়।

১৯৭৪ সালে তিনি ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দেন।১৯৭৬ সালে ঢাকা কলেজ থেকে সম্মান সহ স্নাতক এবং ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ও ‘জাতীয় কবিতা পরিষদ ‘ গঠনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।মূলত স্বাধীনতা- উত্তর বাংলা কবিতায় উচ্চকন্ঠে প্রতিবাদী কবি হিসেবে তার আবির্ভাব।

এছাড়াও বাংলা দেশের মুক্ত যুদ্ধ। দেশাত্মবোধ,গণআন্দোলন ও অসাম্প্রদায়িক জীবনবোধের অসাধারণ এক কবি “রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ”। তার উল্লেখযোগ্য কাব্য :উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল ইত্যাদি।

গীতিকার হিসেবে ও তিনি জনপ্রিয়তা লাভ করেন।

আমাদের এ-ই অসামান্য কবি ২১শে জুন ১৯৯১ সালে অকালপ্রয়ান ঘটে।

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্  ” ছোবল কাব্য “থেকে  ” মিছিল কবিতাটি” সংকলন করেন।

সে “মিছিল কবিতায়”কবি অধিকার আদায়ের লক্ষ্যে মিছিলকে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করেছেন।তিনি অনুধাবন করেছেন দেশকে এগিয়ে নেওয়ার মন্ত্রে পথ চলায় আমাদের ভয়হীন ও দৃঢ় হতে হবে।

একটি শ্রেণিহীন সমাজ বিনির্মাণের সংগ্রাম ও মিছিলের এ দেশের রয়েছে দীর্ঘ দিনের ইতিহাস। আমাদের রয়েছে গৌরব জনক কৃষি সভ্যতা। মসলিন কাপড়, কারুকাজ শিল্পের ঐতিহ্য।

রয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ – অভ্যুন্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহিদের রক্তাক্ত স্মৃতি। দেশকে এগিয়ে নেওয়ার মিছিলে এসব আমাদের প্রেরণা।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

Leave a Reply